মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে মহা সঙ্কটে পড়েছিল মহামেডান। কোচের পদ থেকে ইস্তফা দেন আন্দ্রে চেরনিশভ। তিনি অভিযোগ করেন, ৩ মাসের বেতন দেওয়া হয়নি তাঁকে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। চেরনিশভ পোস্টে লিখেলছিলেন, ‘আমি বাধ্য হয়ে কোচের পদ ছাড়ছি। পরিস্থিতি আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। একজন পেশাদার হিসেবে তিন মাস বেতন না পেয়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।’
এই খবরে ময়দানে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। বেশ কয়েদিন ধরেই ক্লাব বনাম ইনভেস্টর লড়াইয়ে ডামাডোলের পরিস্থিতি মহামেডানে। কয়েদিন আগে বেতন না পাওয়ার অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেছিল ফুটবলাররা। সেই সমস্যা কাটতেই আবার নতুন সমস্যা দেখা দেয় সাদা কালো শিবিরে। এরকম পরিস্থিতিতে নড়েচড়ে বসে মহামেডানের ক্লাব কর্তারা। রাত পর্যন্ত কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে বৈঠক করেন ক্লাবের শীর্ষ কর্তারা সহ ইনভেস্টররা। এক সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মুহূর্তে কোচ হিসাবে দায়িত্ব সামলাতে রাজি হয়েছেন চেরনিশভ।
জানা যাচ্ছে, বৈঠকে দীর্ঘক্ষণ ধরে পরিস্থিতি ব্যাখ্যা করেন ক্লাব কর্তারা। তাঁকে পুরো বিষয়টা বুঝিয়ে থাকার জন্য অনুরোধ করা হয়। এরপরেই নিজের পুরোনো সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান চেরনিশভ। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বিনোয়োগকারীরা দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সুবিধা অসুবিধা সম্পর্কে সচেতন। বেতন সমস্যাটি দ্রুত সমাধান করা হবে।’
উল্লেখ্য, চেরনিশভকে কোচ হিসাবে বাছাই করেছিল মহামেডানের অন্যতম বিনিয়োগকারী সংস্থা বাঙ্কারহিল। তাঁর কোচিংয়েই মহমেডান আই লিগ জয় করে এবং আইএসএলে খেলার ছাড়পত্র পায়। তবে এবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন এই রাশিয়ান কোচ। ১৭ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে মহমেডান বর্তমানে আইএসএল-এর লিগ টেবিলে সবার শেষে অবস্থান করছে।
গতকাল বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং কোচের পদত্যাগের খবর নিশ্চিত করেন। তবে তিনি জানিয়েছিলেন, ‘আমরা চেরনিশভের চিঠি পেয়েছি, কিন্তু এখনও তাঁর পদত্যাগ গ্রহণ করিনি। আজ সন্ধ্যায় আমরা তাঁর সঙ্গে আলোচনায় বসব এবং বোঝানোর চেষ্টা করব।’ সেই মতো বৈঠকে বসে পুরো বিষয়টা মেটানো হয় বলেই মনে করা হচ্ছে। সমস্যা সমাধান করা ছাড়া আর কোনও পথও ছিল না। কারণ, সামনে রয়েছে মোহনবাগানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।