Rohit Sharma: রাগলেন, হতাশ, হাসলেন- ক্যাপ্টেন্সিতে বৈচিত্র্য না থাকলেও মুডের বাহার রোহিতের Updated: 15 Dec 2024, 05:11 PM IST Subhajit Guha Roy তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে ভারত। এখনও পর্যন্ত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান। তবে এদিন ব্রিসবেনে বিভিন্ন মুডে ধরা দেন রোহিত শর্মা। যিনি একেবারে দিশাহীন অধিনায়কত্ব করেছেন।