Mukesh Ambani on Ratan Tata: 'চিরকাল আমার হৃদয়ে থাকবে', রতন টাটার প্রয়াণে আবেগতাড়িত মুকেশ আম্বানি Updated: 10 Oct 2024, 08:17 AM IST Abhijit Chowdhury ষষ্ঠীর রাতে ৮৬ বছর বয়সে প্রয়াত হন রতন টাটা। আর তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতের গোটা বাণিজ্য মহল। এই আবহে রতন টাটাকে নিজের 'পরম বন্ধু' আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছেন বর্তমানে ভারতের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি।