নিটে ৫০ টি টপ স্কোরিং পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৩৭ টি রাজস্থানের সিকরের! উঠছে প্রশ্ন, CBI তদন্তের দাবি
Updated: 21 Jul 2024, 01:20 PM IST Sritama Mitra 21 Jul 2024 NEET UG 2024, NTA, Sikar, Rajasthan, score, নিট ইউজি ২০২৪, এনটিএ, নম্বর, রাজস্থানউল্লেখ্য, ৬৫০ যদি স্কোর থাকে, তাহলে সরকারি মেডিক্য... more
উল্লেখ্য, ৬৫০ যদি স্কোর থাকে, তাহলে সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ থাকে। বিষয়টি নিয়ে উঠছে সিবিআই তদন্তের দাবি।
নিট ইউজি ২০২৪ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় একের পর এক অভিযোগ উঠছে। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠে আসছে। এরই মাঝে এনটিএ প্রকাশ করেছে এলাকা ভিত্তিক নিট ২০২৪ এর ফলাফল। সেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের সিকরের ৫০ টির মধ্যে ৩৭ টি সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষ নম্বর প্রাপ্তির তালিকায়। কিছু নির্দিষ্ট শহর বা এলাকার কয়েকটি সেন্টারই পরীক্ষায় টপ স্কোরিং কেন্দ্র হিসাবে উঠে এসেছে।
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি