Joe Biden: সদ্য মনে করতে পারেননি হামাস-র নাম! বিশেষ কাউন্সেলের রিপোর্টে ক্ষুব্ধ বাইডেন বললেন ‘আমার স্মৃতিশক্তি ঠিক আছে’
Updated: 09 Feb 2024, 11:46 PM ISTদৃপ্তকণ্ঠে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমার ... more
দৃপ্তকণ্ঠে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমার স্মৃতিশক্তি ঠিক আছে।’ উল্লেখ্য, আর ক'মাসের মধ্যে আমেরিকায় ভোট। তার আগে স্পেশ্যাল কাউন্সেলের রিপোর্ট যেন বোমা!
রবার্ট হারের থেকে এই ছাড়পত্র পাওয়া মানে বোঝায়, মার্কিন অতিগোপনীয় নথি নিজের কাছে সংরক্ষণ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনও ভুল করেননি। এই ঘটনার কথা মনে করিয়ে দেয় ২০২১ সালের এক ঘটনাকে। সেবার ভোটে হেরে মার্কিন প্রেসিডেন্টের পদ ছেড়ে যাওয়ার সময় গোপন নথি নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। সেই নথি তিনি ফেরতও দিচ্ছিলেন না বলে অভিযোগ ছিল। এদিকে, আসা যাক বর্তমান পরিস্থিতিতে। কাউন্সেলের রিপোর্ট নিয়ে বাইডেন বলছেন, ‘আমি ভালো, আমি একজন বয়স্ক মানুষ, আমি জানি আমি কী করছি।… একবার দেখুন প্রেসিডেন্ট হিসাবে আমি কী কী করেছি।’ (Photo by Mandel NGAN / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি