বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ আইপিএল। ক্রিকেটের গুণগত মান তো বটেই, আর্থিক দিক থেকেও বাকি যে কোনও লিগের তুলনায় এই লিগের খেলোয়াড়দের উপার্জন অনেক বেশি। প্রতি বছরই কিছু তারকার ভাগ্য অন্তত আর্থিক দিক থেকে সম্পূর্ণ বদলে যায় এর সুবাদে। এ মরশুমেরও এমন কিছু তারকার উদাহরণ দেখে যাক যারা নজর কাড়তে পারেন।