ICC WTC 2023-25 Points Table: ইংল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খেল ভারত, নেমে গেল পাঁচে, উইন্ডিজের কাছে হারলেও একে অজিরা
Updated: 28 Jan 2024, 11:38 PM IST Tania Roy 28 Jan 2024 World Test Championship 2023-25, Indian Cricket Team, England Cricket Team, ICC WTC 2023-25 Points Table, India vs England 1st Test, Australia vs West Indies 2nd Test, Team India, WTC, Bengali Sports News, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩-২৫, আইসিসি ডব্লিউটিসি ২০২৩-২৫ পয়েন্ট টেবল, ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টইংল্যান্ডের কাছে হায়দরাবাদ টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। এই হারের ফলে ভারতীয় দল এখন পয়েন্ট টেবলে দুই থেকে পাঁচে নেমে এসেছে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পরেও শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
ছয়ে রয়েছে পাকিস্তান (৩৬.৬৬ শতাংশ পয়েন্ট)। এদিকে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টটি হারলেও, দ্বিতীয়টিতে মূল্যবান জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে তারা ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের সাতে রয়েছে। ছবি: রয়টার্স
পরবর্তী ফটো গ্যালারি