Champions Trophy, India vs NZ- পাকিস্তানকে কচুকাটা করে ভারতের হাতে বধ! এরপর প্রোটিয়া সাফাই! একঝলকে NZ-র রোড টু ফাইনাল Updated: 07 Mar 2025, 10:54 PM IST Moinak Mitra রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। এবারের প্রতিযোগিতায় একমাত্র ভারতের বিপক্ষে তাঁরা হেরেছে। একঝলকে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের রোড টু ফাইনাল।