কিউয়িদের হারিয়েও স্বস্তিতে নেই বাবররা, সেমিতে উঠতে হলে মেলাতে হবে জটিল অঙ্ক, শ্রীলঙ্কাই ভাগ্য ফেরাতে পারে পাকিস্তানের
Updated: 04 Nov 2023, 10:51 PM IST Tania Roy 04 Nov 2023 Pakistan vs New Zealand, ICC ODI World Cup 2023, Pakistan Cricket Team, New Zealand Cricket Team, Pakistan semi-final qualification scenarios, Afghanistan Cricket Team, Bengali Sports News, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩, পাকিস্তান ক্রিকেট টিম, নিউজিল্যান্ড ক্রিকেট টিমশনিবার নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আশা এখনও বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। বেঙ্গালুরুতে ডাকওয়ার্থ লুইস নিয়মে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে টিক থাকলেন বাবর আজমরা। তবে সেমিফাইনালে যেতে হলে শুধুমাত্র নিজেদের ম্যাচ জিতলে হবে না, তার জন্য পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও।
পরবর্তী ফটো গ্যালারি