Europe Weather Update: পুড়ছে ইউরোপ! উষ্ণায়নের জেরে তাপপ্রবাহের কবলে ফ্রান্স, স্পেনসহ নানা দেশ Updated: 01 Jul 2025, 08:05 PM IST Sanket Dhar Heat Wave In Europe: ইউরোপের বেশিরভাগ অংশে এবার দেখা গেল তীব্র তাপপ্রবাহ। সোমবার উইম্বলডনের প্রথম দিনের খেলায় তাপমাত্রা ছিল রেকর্ড। অন্যদিকে তীব্র গরমের জন্য তুরস্কের বনে দাবানল দেখা দেয়।