ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তের পর ব্রিজভূষণ সরণ সিং বলছেন, ‘WFI আর পাঁচটা ফেডারেশনের মতোই স্বাধীন এক সংস্থা। তার আভ্যন্তরীণ বিষয়ে সমস্যা থাকতেই পারে। কোর্টের নির্দেশেই নির্বাচন হয়েছে এবং সঞ্জয় সিং জিতে এসেছে।আমার মনে হয় ৯৯.৯ শতাংশ মানুষ খুশি এই সিদ্ধান্তে। আশা করব কুস্তি ফের একবার ফিরবে সঠিক পথে’।