লাঞ্চে ১টা কলা খেয়েই কামাল দেখালেন অশ্বিনী! KKRর মেরুদণ্ড ভেঙে দিলেন পঞ্জাব তনয়, শিকারের তালিকায় রিঙ্কু-রাহানে-রাসেলরা
Updated: 31 Mar 2025, 11:15 PM IST Moinak Mitra 31 Mar 2025 IPL, KKR, Kolkata Knight Riders, Indian Premier League, Mumbai indians, t20, KKR vs MI, MI vs KKR, Rohit Sharma, Ashwani Kumar, csk, chennai super kings, টি২০, ক্রিকেটার, ওডিআই, চেন্নাই সুপার কিংস, সিএসকে, রাজস্থান রয়্যালস, কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, রাহানে, অশ্বনি কুমার, দীপক চাহার, ট্রেন্ট বোল্টম্যাচে অশ্বিনীর উইকেট শিকারের তালিকায় রয়েছে সব বড়... more
ম্যাচে অশ্বিনীর উইকেট শিকারের তালিকায় রয়েছে সব বড় বড় নাম। রাসেল ছাড়াও তিনি আউট করলেন আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং এবং মণিশ পাণ্ডেকে। ম্যাচ শেষে জানালেন, অভিষেক হওয়ার খবরে তিনি এতটাই নার্ভাস ছিলেন যে দুপুরে মাত্র ১টি কলা খেয়েই কাটিয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি