Amrit Bharat Express Ticket Price Update: ৫০০ কিমি যেতে ভাড়া মাত্র ১৮৪ টাকা! অমৃত ভারতের টিকিট ছাড়তেই তা 'ওয়েটিংয়ে'
Updated: 31 Dec 2023, 08:07 AM IST Abhijit Chowdhury 31 Dec 2023 amrit bharat express, amrit bharat ticket price, amrit bharat speed, amrit bharat details, amrit bharat stops, indian railways, eastern railways, maldah bengaluru amrit bharat express, অমৃত ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেসের টিকিটের দাম, অমৃত ভারত এক্সপ্রেসের গতি, অমৃত ভারত এক্সপ্রেসের বিস্তারিত তথ্য, অমৃত ভারত এক্সপ্রেস স্টপ, অমৃত ভারত এক্সপ্রেসের সময়সূচি, মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস৩০ ডিসেম্বর পথ চলা শুরু হল বাংলা তথা দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের। তবে বাণিজ্যিক ভাবে এই ট্রেন ছুটতে শুরু করবে ৭ জানুয়ারি থেকে। ট্রেনটি মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত রুটে ছুটবে। বিশদে জানুন এই নয়া অত্যুধুনিক ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য।
পরবর্তী ফটো গ্যালারি