মার্কিন ও চিনা শুল্ক যুদ্ধ থামার যেন নামই নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার চিনা পণ্যের আমদানির ওপর নতুন করে শুল্ক চাপাল। এই আবহে এবার চিনা পণ্যে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এই আবহে ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে বাণিজ্য দ্বন্দ্বের তীব্রতা আরও বেড়ে গেল। মঙ্গলবার হোয়াইট হাউজ একটি ফ্যাক্ট শিট প্রকাশ করে চিনা পণ্যে শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানায়। ওয়াশিংটনের বক্তব্য, বেইজিংয়ের সাম্প্রতিক রফতানি বিধিনিষেধ এবং প্রতিশোধমূলক শুল্কের প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ করা হয়েছে। (আরও পড়ুন: ভেন্টিলেশনে থাকা বিমানসেবিকার যৌন হেনস্থা, বিতর্কে মুখ খুলল নামকরা হাসপাতাল)
আর ওপড়ুন: দোষ ঢাকতে ‘প্রায়শ্চিত্ত’ চিনের? দিল্লির মন গলাতে ভারতীয়দের জন্যে বিশেষ ‘ছাড়’
মার্কিন প্রশাসনের অভিযোগ, গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনিসহ গুরুত্বপূর্ণ উচ্চ প্রযুক্তির উপকরণের সবরাহ সীমাবদ্ধ করার অভিযোগ করেছে চিন। সামরিক, মহাকাশ এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ উপাদান এগুলি। প্রসঙ্গত, সম্প্রতি ছয়টি ভারী বিরল পৃথিবী ধাতু এবং বিরল পৃথিবী চুম্বকের রফতানি স্থগিত করেছিল চিন। এর আগে গত ১১ এপ্রিল চিন মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছিল। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প চিনা আমদানির ওপর ১৪৫ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন। আর এবার চিনা পণ্যের ওপর শুল্ক বাড়তে বাড়তে ২৪৫ শতাংশের গণ্ডি ছুঁল। (আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে 'প্রতিশোধ' নিতে গিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারল বাংলাদেশ?)
আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম ২ ‘দামী’ মাওবাদী, ঝাড়খণ্ডে ধ্বংস ১১ বাঙ্কার, ৭টি IED