চাঞ্চল্যকর ঘটনা ঘটল তামিলনাড়ুতে। অসাবধানতাবশত এক ভক্তের আইফোন পড়ে গিয়েছিল মন্দিরের দান বাক্সে। কিন্তু, সেই আইফোন মন্দিরের সম্পত্তি বলে ফিরিয়ে দিতে অস্বীকার করল কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ দাবি করে, দান বাক্সে যা কিছু পড়ে আছে তা দেবতার অংশ। অনেক কাকুতি মিনতি করেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় ওই ভক্তকে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে থিরুপুরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে।
আরও পড়ুন: ১.৫ লাখের আইফোন অর্ডার, টাকা না থাকায় ডেলিভারি বয়কে খুন করল ২ যুবক, ধৃত ১
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম দীনেশ। তিনি ভিনয়াগাপুরমের বাসিন্দা। আইফোন না পেয়ে হতাশ হয়ে যান তিনি। তবে মন্দিরের তরফে আইফোনে থাকা তথ্য এবং সিম কার্ড ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় দীনেশকে। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, দীনেশ একমাস আগে সপরিবারে মন্দিরে গিয়েছিলেন। পুজোর পর দান বাক্সে কিছু টাকা দিতে গিয়েছিলেন। তবে অসাবধানতাবশত জামার পকেট থেকে টাকা বের করার সময় তাঁর আইফোনটিও দানবক্সে পড়ে যায়। যেহেতু দান বাক্সটি অনকে উচ্চতায় রাখা হয়েছিল তাই তিনি ফোনটি উদ্ধার করতে পারেননি। আতঙ্কিত হয়ে দীনেশ মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান। এরপরই তারা জানান, একবার দান বাক্সে কিছু রাখা হলে সেটি দেবতার সম্পত্তি হয়ে যায়। তাই ফেরত দেওয়া যায় না।
আরও জানা গিয়েছে, মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি দুই মাসে মাত্র একবার দান বাক্স খোলা হয়। এই ঘটনায় দীনেশ কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন। দান বাক্স কখন খোলা হবে তা জানানোর জন্য অনুরোধ করেন। অবশেষে শুক্রবার যখন মন্দির কর্তৃপক্ষ দানবাক্স খোলে। খবর পেয়ে দীনেশ তার ফোন উদ্ধার করতে সেখানে ছুটে যান। তবে লাভ হয়নি। মন্দির কর্তৃপক্ষ জানায়, শুধু আইফোন মন্দিরের হেফাজতে থাকবে। তবে সিম কার্ড এবং ফোন থেকে যেকোনও গুরুত্বপূর্ণ তথ্য ডাউনলোড করতে পারবেন।
যদিও দীনেশ ইতিমধ্যেই একটি নতুন সিম কার্ড পেয়েছিলেন। তাই তিনি সিম কার্ড নিতে চাননি। শুধু ফোন ফেরত চেয়েছিলেন। মন্দিরের নির্বাহী আধিকারিক কুমারভেল বলেছেন, দানবাক্সে পড়ে যাওয়া কিছুকে মন্দির এবং দেবতার অন্তর্গত হিসাবে বিবেচনা করার ঐতিহ্য অনুসরণ করা হবে এবং ফোনটি মন্দিরের হেফাজতে রাখা হবে। কুমারভেল দাবি করেন। দানবাক্স ভালোভাবে ঘেরা সেখানে কোনওভাবেই ফোন পড়ে যাওয়ার কথা নয়।