ঝাড়খণ্ডে হামলা চালানো হল ধর্মীয় মিছিলে। এর জেরে উত্তেজনা ছড়াল কোডারমার চেচাইয়ের কাছে। জানা গিয়েছে, যজ্ঞের জন্য কলস নিয়ে সাতটি গ্রাম ঘুরতে আসা একদল মহিলার ওপর পাথর ছুড়ে মারা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা বিরাজ করে। কিন্তু পুলিশ আসা মাত্রই পরিবেশ শান্ত হয়ে যায়। বর্তমানে পুলিশ সেই এলাকায় ক্যাম্প করছে। বেশ কয়েকটি থানার দায়িত্বে থাকা পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহম্মদ আব্দুর রাজ্জাক। এসডিও রিয়া সিংও গিয়েছেন সেখানে। গোটা ছত্তরবাড়ি এলাকা জুড়ে ড্রোন ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে। নজর রাখা হচ্ছে প্রতিটি বাড়ির ছাদে। (আরও পড়ুন: উত্তরপূর্ব ভারত নিয়ে উস্কানি দিতে 'চিনকে ডাকলেন' ইউনুস, পালটা তোপ মুখ্যমন্ত্রীর)
আরও পড়ুন: 'পার্বত্য চট্টগ্রাম তো ভারতের অংশ হতে চায়', উঠল বাংলাদেশ ভাগের ডাক
গ্রামবাসীরা জানিয়েছেন, ৫০-৬০ জন মহিলা চেচাই দেবী মণ্ডপ থেকে কলস নিয়ে ভিক্ষা করতে এলাকায় গিয়েছিলেন। তাঁরা ছত্তরবাড়ি এলাকায় পৌঁছলে তাঁদের ওপর পাথর ছোড়ার ঘটনা ঘটে। তাতে একটা কলস ভেঙে যায়। ঘটনার পর ওই মহিলারা অন্য এলাকায় চলে যান। উল্লেখ্য, এই যজ্ঞ ৯ থেকে ১৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর জন্যেই মহিলা ভক্তরা চেচাই, ছত্তরবাড়ি, কর্মা, ঝুমরি, কারিয়াওয়ার মাইসুন্ধা, পুতো, কানুনগোবিঘায় কলস নিয়ে ঘুরে ঘুরে অনুদান চাইছিলেন। পরে পাথর ছোড়ার ঘটনা ঘটলে মহিলা ভক্তরা চেচাই ফিরে যান। কারা পাথর ছুড়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। (আরও পড়ুন: ধর্ষণের মামলায় পঞ্জাবের 'ইয়েশু' যাজক বাজিন্দর সিংয়ের যাবজ্জীবন কারাদণ্ড)
আরও পড়ুন: সন্তান কার? সামনে চলে এল '১৪ বাচ্চার বাবা' ইলন মাস্কের 'কেচ্ছা'