সন্ত্রাসবাদ দমনে ভারতকে পূর্ণ সমর্থন করবে রাশিয়া। পহেলগাঁও হামলার আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁতে পর্যটকদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। ঘটনাচক্রে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসবাদী হামলার তদন্তে রাশিয়া এবং চিনকে নিয়ে তদন্তকারী দল গঠন করার জন্য সোচ্চার হওয়ার পরেই পুতিনের ফোন এসেছে প্রধানমন্ত্রী মোদী কাছে। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে রাশিয়ার সমর্থন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পহেলগাঁও হামলায় জড়িত এবং এর নেপথ্যে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন। সোমবার এক্স বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 'রুশ প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছেন এবং ভারতের পহেলগাঁতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি নিরীহ মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, এই জঘন্য হামলার অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে হবে।'
পাশাপাশি দুই রাষ্ট্রনেতা ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, 'বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।' অন্যদিকে ক্রেমলিন আরও জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীর ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এবং দুই নেতা জোর দিয়ে বলেছেন যে রাশিয়া এবং ভারতের সম্পর্ক বাহ্যিক জগতের দ্বারা প্রভাবিত হবে না।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন, পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবা (এলইটি) অনুমোদিত রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। আর এই সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের নাম না নিলেও ইতিমধ্যে হামলাকারী ও মদতদাতাদের কঠোরতম সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে জঙ্গি-দমনে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া।
ঘটনাচক্রে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এক সাক্ষাৎকারে রাশিয়া, চিন অথবা পাশ্চাত্যের দেশগুলি এই সংকটে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে বলার পরই প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার সরকার পরিচালিত আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'আমি মনে করি রাশিয়া, চিন এমনকি পশ্চিমের দেশগুলিও এই সংকটে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। পহেলগাঁতে হামলা নিয়ে ভারত অথবা মোদী মিথ্যা বলছেন তিনি নাকি সত্য বলছেন তা তদন্ত করার জন্য তারা একটি তদন্ত দলও গঠন করতে পারে। পুরো বিষয়টি আন্তর্জাতিক দলকে খুঁজে বের করতে দিন।'মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও আন্তর্জাতিক তদন্তের পক্ষে। তাঁর কথায়, 'আসুন জেনে নেওয়া যাক ভারতে, কাশ্মীরে এই ঘটনার জন্য কারা অপরাধী, কথা বা খালি বিবৃতির কোনও প্রভাব নেই। পাকিস্তান জড়িত থাকার বা জঙ্গিদের পাক সমর্থনের কিছু প্রমাণ থাকতে হবে। এছাড়া সব দাবিই কেবল বিবৃতি বলে গণ্য হবে।'