ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে প্রতারণা। দেখা করার নামে এক যুবককে নির্জন জায়গায় ডেকে মারধর করে হাতিয়ে নেওয়া হল কয়েক হাজার টাকা। শুধু মারধরই নয়, তাকে খুনের হুমকিও দেওয়া হল। সেই ঘটনায় ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার হরিয়ানার সোহনা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আগেই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বাকি দুজনের হদিস পায় পুলিশ।
আরও পড়ুন: দেশে প্রেম-বিয়ে বাড়ানোর জন্য ডেটিং অ্যাপ আনছে জাপান! মাস্ক বললেন- আমি খুব খুশি
গত ১২ জুন ডেটিং অ্যাপের মাধ্যমে ডেকে ২৫ বছর বয়সি ওই যুবকের সঙ্গে প্রতারণা করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই যুবক শহরের বেসরকারি সংস্থায় কাজ করেন। উদ্যোগ বিহার থানায় তিনি অভিযোগ করেছেন, গত ৫ মার্চ তিনি একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর তারা একে অপরের সঙ্গে দেখা করতে সম্মত হন। ঠিক হয় তারা দুন্দাহরায় দেখা করবেন। পরে তারা রামচকে দেখা করেন। এরপর অভিযুক্ত যুবক হর্ষ মাথুর (২৪) তাকে কাছাকাছি একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। অভিযোগ, সেখানে হর্ষ মথুরের দুই সহযোগী - নারায়ণ এবং লক্ষ্মণ আগে থেকেই উপস্থিত ছিল। এরপর নির্জন স্থানে পৌঁছতেই তারা যুবককে চেপে ধরে মারধর করে এবং খুনের হুমকি দেয়। এরপর তিনজন মিলে ওই যুবকের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। তারা ইউপিআইয়ের টাকা দিতে বলে। আর টাকা না দিলে খুন করা হবে বলে হুমকি দেয় তারা। তখন যুবক ভয়ে তাদের অনলাইনে ৬৮ হাজার টাকা স্থানান্তর করে।
সেই ঘটনায় যুবক থানায় গিয়ে অভিযোগ জানান। তার ভিত্তিতে পুলিশ প্রতারণা, মারধর, খুনের হুমকি সহ অপরাধমূলক ষড়যন্ত্রের অধীনে মামলা নথিভুক্ত করে। এরপর পুলিশ যুবকের কললিস্ট খতিয়ে দেখে এবং ইউপিআই লেনদেন খতিয়ে দেখে হর্ষকে শনাক্ত করে। জানা যায়, ওই যুবককে গত ১ জুন একটি হত্যা মামলায় পালাম বিহার পুলিশ গ্রেফতার করেছিল। এরপর তাকে স্থানীয় থানার পুলিশ দু দিনের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদের সময়, হর্ষ অপরাধের কথা স্বীকার করেছে। এছাড়াও অন্য দুজনের নাম জানিয়েছে। বৃহস্পতিবার নারায়ণ এবং লক্ষ্মণকে গ্রেফতার করা হয়। জানা যায়, হর্ষ ডেটিং অ্যাপের মাধ্যমে যুবকের সঙ্গে যোগাযোগ করেছিল। সেই তাকে নির্জন জায়গায় নিয়েগিয়েছিল। সহযোগীদের সাহায্যে সে যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এভাবে আরও কারও সঙ্গে প্রতারণা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।