ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যে এক বিস্ফোরক দাবি উঠে এল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তরফে। কিয়েভ ইন্ডিপেনডেন্ট সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেলেনস্কি বলেন,'খুব শিগগিরই মৃত্যু হবে রুশ প্রেসিডেন্ট পুতিনের'। তাঁর আরও দাবি, যে এই অবস্থার মধ্য দিয়েই এই দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ শেষ হবে।
রিপোর্ট অনুসারে, পুতিনের স্বাস্থ্য নিয়ে ক্রমাগত গুজবের মধ্যে, ২৬শে মার্চ প্যারিসে ইউরোপীয় সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই মন্তব্য করেন। চলমান দ্বন্দ্ব এবং বিশ্ব নেতাদের স্বাস্থ্যের প্রতি সংবেদনশীলতার পরিপ্রেক্ষিতে এই বিবৃতিটি একটি বিস্ফোরক বক্তব্য। উল্লেখ্য, সদ্য শক্তিসম্পদ ও কৃষ্ণ সাগরে হামলা ঘিরে আংশিক যুদ্ধবিরতিতে সম্মত রয়েছে ইউক্রেন ও রাশিয়া। মার্কিন মুলুক এই নিয়ে উদ্যোগ নিতেই দুই দেশ সেই আংশিক সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। দুই দেশই সেই ঘটনার প্রেক্ষাপটেই এই বার্তা এসেছে ইউক্রেনের প্রেসিডেন্টের তরফে। এদিকে, বহু দিন ধরেই পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানান আলোচনা শোনা গিয়েছে। তবে তা নিয়ে কখনওই মুখ খোলেনি ক্রেমলিন। এই অবস্থায় কিয়েভ ইন্ডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন,'এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমেরিকা পুতিনকে এখনই এই বৈশ্বিকভাবে একঘরে হওয়া থেকে যেন বেরিয়ে আসতে সাহায্য না করে।' জেলেনস্কি বলেন,' আমি বিশ্বাস করি এটা বিপজ্জনক। এটা সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলির মধ্যে একটি।' জেলেনস্কি বলেন যে পুতিন তার মৃত্যুর আগে পর্যন্ত ক্ষমতায় থাকার আশা করেন এবং তার উচ্চাকাঙ্ক্ষা কেবল ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ‘পশ্চিমিদের সাথে সরাসরি সংঘর্ষের’ দিকে নিয়ে যেতে পারে।
( Chaitra Amavasya 2025 Tithi: চৈত্র ২০২৫এ রয়েছে শনি অমাবস্যা! কত তারিখ, কখন থেকে শুরু তিথি? রইল পঞ্জিকামত)
( Bangladeshi issue:‘যত বাংলাদেশি ধরা পড়েছে সব ২৪ পরগনার আধার কার্ড, কে দেয়..?’টার্গেটে মমতা-সরকার, সংসদে সুর চড়ালেন শাহ)
( Bangladesh China: বাংলাদেশ থেকে আম আমদানি করবে চিন! বেজিং আগ্রহী মুক্ত বাণিজ্যে, বাংলাদেশি পেয়ারা-কাঁঠালেও আছে আগ্রহ)
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি যে ভ্লাদিমির পুতিন তাঁর নিজের মৃত্যুকে ভয় পান এবং ‘তাঁর শিঘ্রই মৃত্যু হবে, এটি একটি সত্য, এবং সবকিছু (সংঘাত) শেষ হয়ে যাবে।’প্রসঙ্গত, কিছুদিন আগেই, ২ সপ্তাহের জন্য জনতার চোখের বাইরে ছিলেন পুতিন। তা নিয়ে চর্চা কম হয়নি। পার্কিনসন্স ডিজিস সহ একাধিক রোগ নিয়ে পুতিনকে ঘিরে চলেছে চর্চা। তারই মাঝে এল জেলেনস্কির এই মন্তব্য।