এখনও নিখোঁজ একাধিক। এই আবহে মুম্বইয়ের ফেরি দুর্ঘটনায় মৃতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া ফেরির দুই যাত্রীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ দুই যাত্রীর একজন নাবালক অপরজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এই আবহে দুই নিখোঁজের জন্যে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। কোস্ট গার্ডের মোট ৮টি বোট, একটি ভেসেল এবং ১টি হেলিকপ্টার মোতায়েন আছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে মিলে কোস্ট গার্ড এই অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। (আরও পড়ুন: মুম্বইতে ফেরিতে ধাক্কা নৌসেনার বোটের, দেখুন মর্মান্তিক সেই মুহূর্তের ভিডিয়ো)
আরও পড়ুন: সংসদে ধাক্কাধাক্কি কাণ্ডে মুখ খুললেন রাহুল গান্ধী, দেখা করলেন আহত BJP নেতার সাথে
উল্লেখ্য, বুধবার বিকেল চারটে নাগাদ নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিন ট্রায়াল চলছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। এর জেরে 'নীলকমল' নামক একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা মারে স্পিডবোটটি। এই ফেরিটি মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করা হয়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং মেরিন পুলিশের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকাজ শুরু করে নৌসেনা। উদ্ধারকাজে নামানো হয় উপকূলরক্ষী বাহিনীর একটি বোট, মেরিন পুলিশের তিনটি বোট, নৌসেনার ১১টি বোট এবং নৌসেনার চারটি হেলিকপ্টারকে। ১০১ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। মৃত্যু হয়েছে ১৩ জনের। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় নৌসেনার আধিকারিক। আর ১০ জন সাধারণ নাগরিক। এছাড়া স্থানীয় মাছ ধরার লঞ্চও উদ্ধারকাজে নামানো হয়। (আরও পড়ুন: ক্রমেই বাড়ছে 'মাথা ব্যথা', 'স্বীকার করলেন' বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনুস)
আরও পড়ুন: নিজেদের কাছে নেই, তাও ভারতে পরমাণু হামলার হুমকি বাংলাদেশি প্রাক্তন সেনা কর্নেলের
আরও পড়ুন: গভীর রাতে সীমান্তে পরপর বিকট বিস্ফোরণ! ঘুম উড়ল বাংলাদেশিদের
ওদিকে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ, 'নীলকমল' নামক ফেরিতে লাইফজ্যাকেট ছিল না। এই আবহে ফেরি চালকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এরই মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কীভাবে সেই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তের দায়িত্বে থাকবে ভারতীয় নৌসেনা এবং পুলিশ। তবে বিশেষ কোনও দল গঠন করা হবে কিনা, সে বিষয়ে কিছু জানাননি দেবেন্দ্র ফড়ণবীস। তিনি ঘোষণা করেন, স্বজনহারা পরিবারদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এগিকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।