খবরের শিরোনাম কাড়ছেন তানজানিয়ার জি এরনেস্তো মুইনুচি কাপিঙ্গা। তিনি বিয়ে করেছিলেন ২০ জন মহিলাকে। তবে তাঁর সঙ্গে থাকেন তাঁর ১৬ স্ত্রী। এঁদের মধ্যে ৫ জনের সঙ্গে বিয়েতে স্ত্রীর পরিবারকে তিনি পণও দিয়েছেন। এবার আসা যাক তাঁর সন্তানের সংখ্যায়। জি এরনেস্তো মুইনুচি কাপিঙ্গার শতাধিক সন্তান। মোট অঙ্ক ১০৪। এরপর রয়েছে তাঁর নাতি নাতনির সংখ্যা। যাঁদের মোট সংখ্যা ১৪৪।
‘পালস আফ্রিকা’র খবর অনুযায়ী, জি এরনেস্তো মুইনুচি কাপিঙ্গা যেখানে থাকেন, তানজানিয়ার সেই জায়গা জুড়ে রয়েছে তাঁর পরিবার। সেখানে রয়েছে তাঁর প্রত্যেক স্ত্রীর জন্য একটি করে বাড়ি। তাঁর গোটা পরিবারের নানান সদস্য সারা দিন ধরে বহু কাজে ব্যস্ত থাকেন। জি এরনেস্তো মুইনুচি কাপিঙ্গা বলছেন, তাঁর স্ত্রীরাই গোটা পরিবারকে এককাট্টা করে রেখেছেন। আর তিনি পরিবারে কেবল 'গাইড' হিসাবে সংসারকে এগিয়ে নিয়ে চলেন। মনে প্রশ্ন আসতেই পারে যে, কেন এতগুলি বিয়ে তানজানিয়ার এই ব্যক্তির! কাপিঙ্গা বলছেন, তাঁর বাবা চেয়েছিলেন যে কাপিঙ্গা যেন একাধিক বিয়ে করেন। যাতে তাঁদের বংশ শুধু এগিয়েই না যায়, সঙ্গে তা কলেবরেও বেড়ে যায়। তাঁর বাবা বহু দিন ধরেই বংশের কলেবর নিচে উদ্বিগ্ন ছিলেন। এরপর বাবার ইচ্ছা পূরণ করতেই এতগুলি বিয়ে কাপিঙ্গার। একথা জানিয়েছেন তিনি, গাবি রিপোর্টের। কপিঙ্গা বলেন,'আমি তখন যুবক ছিলাম। ১৯৬১ সালে আমার প্রথম স্ত্রীকে বিয়ে করেছিলাম, আর ১৯৬২ সালে আমার প্রথম সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু বাবা আমাকে বলেছিলেন যে একজন স্ত্রী যথেষ্ট নয়। তিনি আমার পাঁচ স্ত্রীর জন্য পণ দিয়েছিলেন—তিনি আমাদের পরিবারের নাম টিকে থাকতে দেখতে চেয়েছিলেন। বাকিটা, আমি নিজেই যোগ করেছিলাম।'
প্রশ্ন উঠতে পারে, এত বড় সংসার কীভাবে চালান কপিঙ্গা? গোটা পরিবার একসঙ্গে চাষাবাদ করে দিন কাটে। ফসল ফলিয়ে তা মজুত করে রাখে পরিবার। কলা, বিন, ভুট্টা সহ বহু কিছু চাষ হয়। কিছু সবজি উদ্বৃত্ত হলে তা বাজারে বিক্রি করেন। পরিবারে সমস্ত সমস্যা সমাধানে এগিয়ে আসেন স্ত্রীরা। তবে তিনি বলছেন, মাঝে মাঝেই ভুলে যান সন্তান, নাতি নাতনিদেরে নাম। শুধু ৫০ জনের নামই তিনি মনে রাখতে পারেন।