সম্প্রতি মৌনী অমাবস্যার রাতে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পূণ্যার্থীদের হুড়োহুড়ির জেরে মৃত্যু হয় ৩০ জন তীর্থযাত্রীর। এরই মাঝে একাধিক পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার। এদিকে শুধু প্রয়াগরাজে মহাকুম্ভই নয়, পদপিষ্ট কাণ্ডের রেশ এবার গিয়ে পড়ল বারাণসীতে। প্রয়াগরাজের ভিড় দেখে বারাণসীতে এবার গঙ্গা আরতি বন্ধ করে দেওয়া হল আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা আরতি দেখতে ভক্তদের ভিড় থেকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যেই এই আগাম সতর্কতা। উল্লেখ্য, প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়া অনেক পূণ্যার্থী বারাণসী বা অযোধ্যাতেও যাচ্ছেন। এই আবহে বারাণসীতে ভিড় বেড়েছে। এহেন পরিস্থিতিতে বারাণসীর পুলিশ কমিশনার মোতিত আগরওয়াল কাশিবাসীর কাছে আবেদন করেছেন যাতে বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে না যান। (আরও পড়ুন: রাষ্ট্রপতি মুর্মুকে সোনিয়ার 'বেচারি' আখ্যা নিয়ে এবার মুখ খুললেন PM, মোদী বললেন…)
আরও পড়ুন: ফের মর্মান্তিক দুর্ঘটনা মার্কিন মুলুকে, এবার বিমান ভেঙে পড়ল শপিং মলের কাছে!
এদিকে গঙ্গা সেবা নিধির সভাপতি সুশান্ত মিশ্র শুক্রবার বলেছেন, দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। একইভাবে, শীতলা ঘাট, অসি ঘাট এবং অন্যান্য ঘাটগুলিতে গঙ্গা আরতি পরিবেশনকারী কমিটিগুলিও সাধারণ জনগণ, দর্শনার্থী এবং ভক্তদের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আরতির সময় সন্ধ্যায় ঘাটে না আসার জন্য আবেদন করেছে। এদিকে প্রয়াগরাজ থেকে বাড়ি ফিরতে চাওয়া বহু পূণ্যার্থী এখনও বারাণসী ক্যান্টনমেন্ট এবং বারাণসী রেল স্টেশনে আটকে আছেন বলে জানা যাচ্ছে। (আরও পড়ুন: মোদীর মার্কিন সফর নিয়ে কাজ করছে উভয় পক্ষই, জানাল বিদেশ মন্ত্রক)
আরও পড়ুন: 'সময়োপযোগী পরামর্শ CEA-র...', বাজেটের আগে নির্মলাকে 'ধন্যবাদ' চিদাম্বরমের
আরও পড়ুন: পুরনো সস্তার প্ল্যান ফের চালু করল জিও, ২০০ টাকার বেশ খানিকটা কমে মিলবে ইন্টারনেট
এদিকে প্রয়াগরাজের পদিপিষ্ট কাণ্ডের পরই কড়া পদক্ষেপ করেছে যোগী সরকার। এর মধ্যে ভিভিআইপি পাস নিষিদ্ধ করা হয়েছে। এদিকে মহাকুম্ভ মেলার প্রাঙ্গনে কোনও ধরনের যান চলাচল করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজি প্রয়াগরাজে গিয়ে স্নানের ঘাট দেখে আসেন। এর আগে পূণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনার জেরে বিভিন্ন মহল থেকে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী একমাসের মধ্যে এই নিয়ে রিপোর্ট জমা করার নির্দেশও দিয়েছেন যোগী। এদিকে মৃতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে এই বিচার বিভাগীয় তদন্ত প্যানেলে আরও আছেন প্রাক্তন ডিজিপি ভিকে গুপ্ত এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডিকে সিং। এদিকে যোগী আরও ঘোষণা করেন, এভাবে পূণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনার কারণ কী তা জানতে পুলিশ তদন্তও করা হবে।