বউমা মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসেছেন। কার্যত এতটা হয়তো ভাবেননি পরিবারের কেউই। কিন্তু দিল্লির ভোটে জেতার পরে কার্যত চমক দিয়েছে বিজেপি। দিল্লির মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসেছেন রেখা গুপ্তা।
এবার কী বলছেন রেখা গুপ্তার পুত্র?
মুখ্য়মন্ত্রী রেখা গুপ্তার পুত্র নিকুঞ্জ গুপ্তা। তিনি বিজেপির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, একজন মহিলাকে দিল্লির মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসার সুযোগ দেওয়া হয়েছে এটা অত্যন্ত ভালো। আমরা নিশ্চিত যে তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন। তাঁর ৩০ বছরের কঠিন পরিশ্রমের জেরে তিনি আজ সফল। মাকে নিয়ে জানিয়েছেন নিকুঞ্জ গুপ্তা।তিনি জানিয়েছেন, তিনি অত্যন্ত কঠিন পরিশ্রম করেছেন। সব কিছু নিজে হাতে করেছেন। ডিইউএসইউ( দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন) থেকে শুরু করেছিলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দল সহ যাঁরা এই সুযোগ মাকে দিলেন সকলকে ধন্য়বাদ।
এদিকে বউমা মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসেছেন। কী বলছেন তাঁর শাশুড়ি মীরা গুপ্তা?
তিনি বলেন, সে সমাজের পাশাপাশি ঘরটারও যত্ন নেয়। দু বছর ধরে শালিমার বাগের যত্ন করেছেন তিনি। তিনি কঠিন পরিশ্রমে অভ্যস্ত। এটা তাঁর অভ্য়াসের মধ্য়ে পড়ে। এটাকে অত্যন্ত ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। আমরা অত্যন্ত খুশি রয়েছি। তিনি বলেন, আমরা খুব খুশি। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন।