সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম মানতে ইন্টারনেট পরিষেবা বাদে শুধু ফোন কলিং এবং এসএমএসের জন্যে রিচার্জ প্ল্যান এনেছিল জিও। তবে সেই প্ল্যানের দাম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এদিকে সেই প্ল্যান চালুর জন্যে আগের সস্তা প্ল্যান বন্ধ করেছিল জিও। তবে এবার পুরনো সেই সস্তার প্ল্যানটি ফের চালু করল জিও। এমনই জানাচ্ছে এনডিটিভি-র গ্যাজেট ৩৬০ ডিগ্রির রিপোর্ট। জানা গিয়েছে, ১৮৯ টাকার এই প্ল্যানে ফ্রি ফোন কল, এসএমএস ছা়াও ইন্টারনেট পরিষেবার সুবিধাও পাওয় যাবে। (আরও পড়ুন: Sensex LIVE: বাজেটের দিনে কোনদিকে সেনসেক্স? শেয়ার বাজােরের আপডেট জানুন এখানে)
আরও পড়ুন: Budget LIVE: রেকর্ড অষ্টম বাজেট নির্মলার, আজ বড় কোনও 'উপহার' পাবে মধ্যবিত্ত?
১৮৯ টাকার এই প্ল্যানটি ২৮ দিনের জন্যে বৈধ। এই প্রিপেড প্ল্যানে গ্রাহক মোট ২ জিবি হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন। এদিকে এরই সঙ্গে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড পরিষেবার সাবস্ক্রিপশন ফ্রি মিলবে এই প্ল্যানের সঙ্গে। যদিও জিও সিনেমার প্রিমিয়াম কনটেন্ট দেখা যাবে না এই প্ল্যানে। এছাড়া আনলিমিটেড ভয়েস কল সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে। এরই সঙ্গে ২৮ দিনে ৩০০টি এসএমএস পাঠাতে পারবেন এই প্ল্যানের গ্রাহকরা। বর্তমানে জিও-র সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান এটাই। (আরও পড়ুন: ফের মর্মান্তিক দুর্ঘটনা মার্কিন মুলুকে, এবার বিমান ভেঙে পড়ল শপিং মলের কাছে!)
আরও পড়ুন: রাষ্ট্রপতি মুর্মুকে সোনিয়ার 'বেচারি' আখ্যা নিয়ে এবার মুখ খুললেন PM, মোদী বললেন…