Karnataka Encounter: ৫ বছরের শিশুকন্যাকে অপহরণ, খুনে অভিযুক্তের মৃত্যু ‘এনকাউন্টার’এ, মুখ খুলল কর্ণাটক পুলিশ
1 মিনিটে পড়ুন Updated: 14 Apr 2025, 06:39 AM IST৩৫ বছর বয়সী অভিযুক্ত নীতেশ কুমারকে গ্রেফতারের পর পুলিশের দলের উপর আক্রমণ করার অভিযোগ।
৩৫ বছর বয়সী অভিযুক্ত নীতেশ কুমারকে গ্রেফতারের পর পুলিশের দলের উপর আক্রমণ করার অভিযোগ।
কর্ণাটকের হুব্বালিতে ৫ বছরের এক শিশুকন্যার অপহরণ ও হত্যার অভিযোগে এক ব্যক্তির রবিবার পুলিশের সাথে ‘এনকাউন্টারে’ (encounter) এ মৃত্যু হয়েছে। হুব্বালি ধারওয়াদ পুলিশ কমিশনার এন শশী কুমার এই তথ্য জানিয়েছেন। পুলিশের ওই অফিসার জানিয়েছেন, অভিযুক্ত পুলিশের উপর আক্রমণ চালিয়ে তাদের উপর পাথর ছুড়ে মারে, ফলে পাল্টা পুলিশ গুলি করতে বাধ্য হয়। শশী কুমা বলেন, ‘অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।’
পুলিশ জানিয়েছে, শিশুটির অপহরণ ও হত্যার ঘটনার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটে।এই ঘটনা অশোক নগর থানার এলাকায় ঘটে এবং মৃতদেহ পরিত্যক্ত একটি ভবনে পাওয়া যায়। যৌন নির্যাতনের খবর থাকলেও পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেনি এবং জানিয়েছে যে, বিষয়টি নিয়ে পরীক্ষা এবং তদন্ত চলছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার সকালে অশোক নগর থানার সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করে শিশুটির পরিবারের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছে বলে প্রকাশিত হয়েছে সংবাদ সংস্থা পিটিআই-র খবরে।
ঠিক কি ঘটেছিল?
পুলিশের মতে, শিশুটির পরিবার কোপ্পাল জেলার বাসিন্দা এবং তার মা পরিচারকের কাজ করতেন এবং একটা বিউটি পার্লারে সহকারী হিসেবে কাজ করতেন। আর তার বাবা চিত্রশিল্পী ছিলেন।
( Curd Making Tips: চাক বাঁধা দই পাততে এই বাসন ভুলেও ব্যবহার করছেন না তো! সেরা পাত্র কোনটি? রইল ৯ টিপস)
মৃতার বাবা বলেন, ‘মা তার মেয়েকে কাজে নিয়ে গিয়েছিলেন, কারণ তিনি এলাকার বাড়িগুলিতে কাজ করতেন। একজন অজ্ঞাত ব্যক্তি সেখান থেকে মেয়েটিকে নিয়ে যায়। খোঁজাখুঁজি করে মেয়েটিকে যে বাড়ি থেকে গায়েব করা হয়েছিল তার সামনে ছোট্ট টিনের ছাদের একটি বাড়ির বাথরুমে পাওয়া যায়। তাকে অবিলম্বে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়।’