দিল্লি বিধানসভা নির্বাচনে হার প্রায় নিশ্চিত আম আদমি পার্টির। অরবিন্দ কেজরিওয়াল নিজেও নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে আছেন। তাছাড়া আম আদমি পার্টির বাকি অনেক হেভিওয়েট নেতাই হারতে চলেছেন। তবে তার মধ্যে দীর্ঘদিন কারাগারে থাকা মণীশ সিসোদিয়া নিজের আসনে হেরেছেন। এহেন মণীশ সিসোদিয়া এবার দলের ফলাফল নিয়ে বললেন, ‘আমরা দেখব, তারপর কারণ নিয়ে বলব।’ এদিকে নিজের হার নিয়ে মণীশ সিসোদিয়া বলেন, 'দলের কর্মীরা ভালো লড়াই করেছেন; আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। জনগণও আমাদের সমর্থন দিয়েছে। কিন্তু, আমি ৬০০ ভোটে হেরেছি। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। আশা করি তিনি নির্বাচনী এলাকার জন্য কাজ করবেন। মানুষের সমস্যার সমাধান করবেন। বাকি আর দেখা যাক এরপরে। এখন কী কারণে হার হল, তা নিয়ে পর্যালোচনা হবে। তখন আপনাদের সেটা নিয়ে বলব।' (আরও পড়ুন: মদের ইস্যুতে ভেসে গেলেন কেজরিওয়াল? AAP নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আন্না হাজারের)
আরও পড়ুন: ২৭ বছর পর পদ্ম ফুটবে দিল্লিতে, কে হবেন মুখ্যমন্ত্রী? অতিশীকে হারানো রমেশ বললেন…
উল্লেখ্য, বিগত একদশকে দিল্লির গদিতে ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০১৫ এবং ২০২০ সালের ভোটে তো কার্যত ঝাড় ঝড় তুলেছিল তারা। তবে ২০২৫ সালের নির্বাচনের আগে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল কেজরিকে। নিজে তিনি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত। এর জন্যে তিনি জেলে পর্যন্ত গিয়েছেন। এর আগে দুর্নীতির দায়ে আপ হেভিওয়েট মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনরা জেলে গিয়েছিলেন। যে আপ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে জন্ম নিয়েছিল, তারাই দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়েছিল। এই আবহে এই নির্বাচনে পদ্মপাঁকে আটকে যায় ঝড় থেমেছে ঝাড়ুর। (আরও পড়ুন: মুজিবের বাড়ি ভাঙার পিছনে ইউনুস সরকারের বড় পরিকল্পনা? সন্দেহ বিএনপির)
আরও পড়ুন: Delhi Vote Result LIVE: হার কেজরিওয়াল-সিসোদিয়ার, ২৭ বছর দিল্লিতে ফুটছে পদ্ম