ট্রাম্প ২.০ প্রশাসনে মার্কিন ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক এখন ‘ ডিপার্টমেন্ট অফ গভরনমেন্ট এফিসিয়েন্সি’র প্রধান। এদিকে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ক্যাপিটোল ওয়ান এরিনায় বক্তব্য রাখার সময় যেভাবে এই ধনকুবের হাত তুলে কায়দায় স্যালুট জানান, তাতে নেটপাড়ায় বিতর্ক তুঙ্গে। অনেকেই বলছেন এই ভঙ্গিমা হিটলারের নাৎসি কায়দায় স্যালুট! এই বিতর্কের মাঝে আবার মুখ খুলেছেন টেসলা প্রধান ইলন মাস্কও। ঠিক কী বলেছেন তিনি?
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ইলন মাস্ক ডান হাত বুকে ঠুকে তারপর তা শূন্যে উঁচিয়ে দিয়েছেন। নেটপাড়ায় অনেকের কাছেই তা অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর কায়দায় স্যালুট বলে মনে হয়েছে। উল্লেখ্য, আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি রয়েছেন ইলন মাস্কের। আর প্রেসিডেন্ট ঘনিষ্ঠ ব্যক্তির এহেন স্যালুট মার্কিন গণতন্ত্রের এক তাবড় অনুষ্ঠানের মাঝে হতেই, তা নিয়ে বিতর্কের অন্ত নেই। ইলন মাস্কের ওই আচরণকে অনেকেই নাৎসি ‘সিগ হেইল’ বলে মনে করেছেন। যে অঙ্গভঙ্গি নাৎসি জার্মানিতে অভিবাদন হিসাবে ব্যবহৃত হত। ইতিহাসবিদ তথা নাৎসি বিশেষজ্ঞ ক্লেয়ার আউবিন বলছেন,' আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি হ্যাঁ আপনারা চোখে দেখে যা বুঝেছেন তা সঠিক। এটি সিগ হেইল, বা নাৎসি স্যালুট।' রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথের দিনই তাঁর ঘনিষ্ঠ ইলন মাস্কের এই অঙ্গভঙ্গি নিয়ে বলতে ছাড়ছে না বিপক্ষের কনজারভেটিভরাও।