মার্কিন মুলুকের USAIDর অনুদান ঘিরে তুঙ্গে রয়েছে বিতর্ক। এদিকে, সদ্য মার্কিন প্রেসিডেন্টের গদিতে আসা ট্রাম্পের রোষানলে পড়েছে এই USAID। এরই মাঝে রবিবার USAIDর ১৬০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ছাঁটাই নয়, এজেন্সির বেশ কিছু কর্মী যাঁরা আমেরিকার বাইরে কর্মরত, তাঁদের সবেতন ছুটি দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন, মার্কিন মুলুকে তোলপাড় ফেলে দিয়েছে এই ছাঁটাই সম্পর্কিত এক ইমেল। ইমেলে লেখা রয়েছে,' দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফোর্স অ্যাকশনে কমতি ঘিরে পদক্ষেপ আপনার ওপরেও লাগু হচ্ছে।' জানা যাচ্ছে, যাঁরা এই নোট পেয়েছেন তাঁরা আগামী ২৪ এপ্রিল থেকে এই ছাঁটাইয়ের তালিকাভূক্ত হবেন। আপাতত দেখা যাচ্ছে, USAID এ যাঁরা কর্মরত, তাঁদের মধ্যে রয়েছে নেতা ও ক্রিটিক্যাল স্টাফ। উল্লেখ্য, মার্কিন মুলুকের বাইরে অনুদানের ক্ষেত্রে এই USAID একটি বড় মাধ্যম। অনেকে বলে থাকেন, USAID হল মার্কিন যুক্ত রাষ্ট্রের, ‘নমনীয় শক্তি’ যা দিয়ে তারা বিশ্ব জুড়ে দাপট ধরে রাখে। এদিকে, মার্কিন তখতে এসেই ফেডারাল সরকারের কলেবর ছোট করতে ব্যস্ত হয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ‘কস্ট কাটিং’ (খরচায় কাটছাঁট)এর ভাবনায় সঙ্গত দিতে থাকেন DOGE দফতরের প্রধান হিসাবে নিয়োজিত ইলন মাস্ক। এদিকে, সদ্য বিদেশি অনুদানে ৯০ দিনের জন্য স্থগিতাদেশ দেন ট্রাম্প। গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে আসার পরই এটি ছিল ট্রাম্পের অন্যতম বড় পদক্ষেপ। অনুদানের যে টাকা যেত মার্কিন মুলুক থেকে সেই টাকা, অনাহার, মারণ রোগের চিকিৎসা, বহু মানুষকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হত।
এদিকে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফর ইউএস এজেন্সির নোটিসে জানানো হয়েছে, খরচা কমানোর জন্য আমেরিকার ১৬০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও মার্কিন মুলুকের বাইরে ছাঁটাই হওয়া কর্মীদের বাড়ি ফেরার জন্য শুধু খরচা টুকুই দেওয়া হবে বলে জানানো হয়েছে। ছাঁটাইের কোপ যাঁদের ওপর পড়েছে, তাঁদের কাছে সরকারের তরফে দেওয়া যন্ত্রপাতি, নথিপত্র, সম্পত্তি সবই সরকার আগামি সপ্তাহের মধ্যে ফিরিয়ে নেবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারতে ভোটের হার বাড়াতে ২১ মিলিয়ন ডলারের USAIDর ফান্ড দেওয়ার দাবি আমেরিকার তরফে আসতেই বিতর্কের বন্যা বয়ে যাচ্ছে। পাল্টা দাবিতে সদ্য ভারত জানিয়েছে USAIDর ফান্ড থেকে ৭ প্রকল্পের কাজ হয়েছে ভারতে। তবে সেই প্রকল্পে নেই ভারতে ভোটের হার বাড়ানোর মতো ঘটনা। আর এই বিতর্কের মধ্যেই ট্রাম্প করলেন বড় ঘোষণা।