৯০ তম জন্মদিনের আগেই নিজের উত্তরসূরি ঘোষণা করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বুধবার দলাই লামা নিশ্চিত করেছেন, তাঁর মৃত্যুর পরেও তাঁর একজন উত্তরসূরি থাকবেন, যিনি বিশ্বজুড়ে বৌদ্ধধর্ম প্রচার এবং দলাই লামার ৬০০ বছরের প্রাচীন ঐতিহ্য অব্যাহত রাখবেন। অনেকেই বর্তমান দলাই লামাকে ছাড়া ভবিষ্যতে কী হবে, সেই আশঙ্কা করেছিলেন। এ দিন দলাই লামা তাঁর অবর্তমানেও কার্যালয় চালু রাখার নির্দেশ দেন। এছাড়া স্পষ্ট করে দেওয়া হয়েছে, দলাই লামার কার্যালয় ছাড়া উত্তরসূরির উপরে চিন-সহ কারওই প্রভাব খাটবে না।
দলাই লামার জন্মদিনের আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্ত ইতিমধ্যে উত্তর ভারতের ধর্মশালায় জমায়েত হয়েছেন। অতীতে উত্তরসূরির বিষয়ে দ্বিধায় থাকতে দেখা গিয়েছিল নির্বাসনে থাকা তিব্বতের ধর্মগুরুকে নেতাকে। তবে বুধবারই ভক্তদের সামনে তিনি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।
দালাই লামা স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এই ধর্মের শেষ নেতা নন। তাঁর কথায়, ‘তিব্বতি বৌদ্ধ ধর্ম দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির ধারক। আমি নিশ্চিত, আমার পরেও এই ধর্মের নেতৃত্ব অব্যাহত থাকবে।’ দালাই লামা আরও বলেন,‘ধর্মীয় নেতৃত্ব ব্যক্তির উপর নির্ভরশীল নয়, এটা একটি ধারাবাহিক ঐতিহ্য। তিব্বতি জনগণের ইচ্ছা ও প্রয়োজনের উপর ভিত্তি করেই ভবিষ্যতের দালাই লামা নির্ধারিত হবেন।’
আরও পড়ুন-'ভয় দেখানো বরদাস্ত...,' ট্রাম্পের গ্রেফতারির হুমকি, কড়া প্রতিক্রিয়া মামদানির
অন্যদিকে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন, দালাই লামার উত্তরসূরি সম্পর্কিত ঘোষণাকে তারা ‘সর্বসম্মতভাবে’ সমর্থন করছেন।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিব্বতিরা দালাই লামাকে তিব্বতি বৌদ্ধ ধর্মের পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন দালাই লামা।
তবে দালাই লামার সহযোগী সামধং রিংপোচ জানিয়েছেন, উত্তরসূরির বিষয়ে সঠিক সময় এলে জানানো হবে। দালাই লামা এ বিষয়ে আর কোন প্রকাশ্য বিবৃতি দেবেন না। চিন সরকার অবশ্য বারবার দাবি করেছে, ভবিষ্যতের দালাই লামা বেছে নেওয়ার অধিকার তাদেরই রয়েছে। তবে তিব্বতি জনগণ ও ধর্মীয় নেতারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
বিশ্লেষকদের মতে, দালাই লামার এই ঘোষণার মাধ্যমে তিব্বতি সংস্কৃতি ও ধর্মীয় চেতনার টিকে থাকার বার্তা দিলেন, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি চিনের একতরফা নিয়ন্ত্রণের বিরুদ্ধেও এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ।তিব্বতি বৌদ্ধ ধর্মে দালাই লামা পুনর্জন্মের ধারায় বিশ্বাস করা হয়। তাই পরবর্তী দালাই লামা কে হবেন, তা নিয়ে আগাম আলোচনা এখন থেকেই শুরু হয়ে গেছে। তবে দালাই লামার এই ঘোষণা ভবিষ্যতের পথ নির্দেশক হিসেবেই বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন-'ভয় দেখানো বরদাস্ত...,' ট্রাম্পের গ্রেফতারির হুমকি, কড়া প্রতিক্রিয়া মামদানির