আরিফুল ইসলাম মিঠু
অবৈধ গতিবিধি ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক সংক্ষিপ্ত বার্তায় বলেন, অবৈধ চলাচল ঠেকাতে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। আধাসামরিক বাহিনী জনসাধারণকে দুটি মোবাইল ফোন নম্বরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের সম্পর্কে তথ্য সরবরাহ করতে বলেছিল।
তিনি বলেন, 'দেশের ওপারে সীমান্ত দিয়ে অনেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ছেড়ে যেতে না পারে সেজন্য বিজিবি এই ব্যবস্থা নিয়েছে।
গত সপ্তাহে সিলেট সেক্টরে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি সদস্যরা।
গত মাসে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় বাংলাদেশ সীমান্তবর্তী জৈন্তিয়া পার্বত্য জেলা থেকে আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার বেশ কয়েকটি উদাহরণ রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও পিটিয়ে হত্যা করা হয়েছে, আবার কয়েকজনকে বিভিন্ন ফৌজদারি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনাকে নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখিয়েছে ঢাকা।