ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে এবার বাংলাদেশের ইউনুস সরকারের তরফে এল বড়সড় হুঙ্কার। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফ্টন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনই বার্তা দিয়েছে ঢাকা।
বিষয়টি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহম্মদ খোদা বকস চৌধুরী। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহু ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে এরপর সাফ বলা হচ্ছে, যে সমস্ত বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, বা কর্মরত রয়েছেন, তাঁদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার হেতুতে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
( Bangladesh: সিঁদুরে মেঘ দেখছে ঢাকা? আলু, পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ, উঠছে চিন,পাকিস্তানের নাম-Report)
( Sanjiv Bhatt:হেফাজতে বন্দির গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে অত্যাচারের অভিযোগ!কেসে প্রমাণের অভাবে খালাস Ex IPS সঞ্জীব ভাট)
কোনও দেশের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না!
এদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। কোনও বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তবে ঢাকা এখনও স্পষ্ট করে জানায়নি, সেদেশে কোন কোন দেশের কতজন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কতজন এমন রয়েছেন, সেই পরিসংখ্যানটা আমাদের কাছে নেই। যদি থাকত, তাহলে আমি বলে দিতাম। অনেক দেশেরই আছে, আমি কোনও দেশের নাম উল্লেখ করতে চাইছি না। তবে কোনও দেশের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেব না, তিনি স্পষ্ট করে দেন।