'আকবরনামায় রাজপুত কন্যা যোধাবাঈয়ের সঙ্গে মোঘল সম্রাট আকবর বিয়ের কোনও উল্লেখ নেই।' এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ ভাগাড়ে। এতদিন সবাই জেনে এসেছেন, যোধাবাঈকে বিবাহ করেছিলেন মোঘল সম্রাট আকবর। যোধাই হলেন সম্রাট জাহাঙ্গীরের মাতা। ১৫৬২ সালে হিন্দু রাজকন্যা তথা রাজা ভারমলের কন্যা রানি যোধাবাঈ- এর সঙ্গে বিবাহ হয় মুসলিম সম্রাট আকবরের। এবং তিনিই ছিলেন আকবরের সবথেকে প্রিয় স্ত্রী। কিন্তু এতদিনের মোঘল সাম্রাজ্যের এই গুরুত্বপূর্ণ ইতিহাস এক ঝটকায় খারিজ করে দিলেন রাজস্থানের রাজ্যপাল। তিনি দাবি করেছেন যে, ব্রিটিশ ঐতিহাসিকদের প্রভাবের কারণে ভারতীয় ইতিহাসে বেশকিছু ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। (আরও পড়ুন: 'সুনামি তুলতে পারে ভারতীয় নৌসেনা', মাসুদ-হাফিজদের চেয়ে পাককে হুঁশিয়ারি রাজনাথের)
আরও পড়ুন-'পাকিস্তান কতগুলি রাফাল...', কংগ্রেসের মুখ্যমন্ত্রীর প্রশ্নে রাজনৈতিক তরজা
উদয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের রাজ্যপাল বলেন, 'আকবরের আত্মকাহিনী আকবরনামায় যোধাবাঈ এবং আকবরের বিয়ের কোনও উল্লেখ নেই।এমনকী যোধা এবং আকবরের বিয়ে নিয়ে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছিল। ইতিহাসের বইগুলিও একই কথা বলে। কিন্তু সম্পূর্ণ মিথ্যা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে ইতাহাসের পাতায়।' তাঁর কথায়, 'রানি যোধাবাঈ-এর পিতা রাজপুত রাজা ভারমল তাঁর এক দাসীর মেয়েকে আকবরের সঙ্গে বিয়ে দিয়েছিলেন।' (আরও পড়ুন: মুসলিম দেশে বসে ৩৭০ ধারা বাতিলের প্রশংসায় কংগ্রেসের সলমন খুরশিদ!)
আরও পড়ুন: দেশে নেই ইউনুস, 'অ্যাকশন মোডে' বাংলাদেশ সেনা, আটক হাসনাতদের দলের দামাল নেতা
ভাগাড়ে আরও বলেন যে, 'ব্রিটিশরা আমাদের বীরদের ইতিহাস বদলে দিয়েছে। তারা এটি সঠিকভাবে লেখেনি। তাদের ইতিহাসের সংস্করণটি প্রাথমিকভাবে গৃহীত হয়েছিল।' পাশাপাশি তিনি রাজপুত শাসক মহারাণা প্রতাপের আকবরকে পাঠানো একটি চুক্তিপত্রকেও সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে অভিহিত করেন। তিনি জানান যে, 'মহারাণা প্রতাপ কখনও তার আত্মসম্মানর সঙ্গে আপস করেননি। ইতিহাসে, আকবর সম্পর্কে বেশি এবং মহারাণা প্রতাপ সম্পর্কে কম শেখানো হয়। নতুন জাতীয় শিক্ষা নীতিতে, আমাদের সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাস সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করার প্রচেষ্টা করা হচ্ছে। মহারাষ্ট্রের সন্তাজিনগরে তাঁর সম্মানে মহারাণা প্রতাপের একটি অশ্বারোহী মূর্তি স্থাপন করা হয়েছে।'
আরও পড়ুন: আমেরিকার মতো 'ভান' নয়, ভারতের সত্যিকারের বন্ধু হয়ে বড় বার্তা পানামার
এদিকে ইতিহাস বলছে, রাজপুতের সঙ্গে যুদ্ধের সময় আকবরকে বাগে আনতে নিজের মেয়ের সঙ্গে মোঘল সম্রাটের বিয়ে দিয়েছিলেন ভারমল। যদিও কথিত আছে যে, রানি যোধাবাঈ-এর অপরূপ সৌন্দর্যে পাগল হয়ে গিয়ে ছিলেন আকবর। তাই যুদ্ধ বন্ধের জন্যে তিনিই ভারমল কন্যার বিয়ের প্রস্তাব পাঠান। এবং যোধাবাঈ-এর অসম্মতিতেই তাঁর সঙ্গে বিবাহ হয় আকবরের। কিন্তু রাজস্থানের রাজ্যপাল কয়েকশো বছরের ইতিহাসকে যেন নিমেষেই ভুল প্রমানিত করলেন। গভর্নরের মন্তব্য ১৫৬৯ সালে ভারমলের কন্যা এবং আকবরের মধ্যে বিবাহের ঐতিহাসিক বিতর্ককে পুনরুজ্জীবিত করল।