'অনিয়ম' হয়েছে, এর জেরে বাকি থাকা বিভাগীয় গ্রুপ সি-র সব বিভাগীয় নিয়োগ বাতিল করল রেল বোর্ড। যে সব নিয়োগ ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই সব নিয়োগ বাতিল করা হয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে বুধবার। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা দেশের সব রেল জোনের জেনারেল ম্যানেজারদের পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, 'সাম্প্রতিক অতীতে বিভাগীয় বাছাইয়ে বেশ কয়েকটি অনিয়ম লক্ষ্য করার গিয়েছে। এই কারণে, বিভাগীয় নির্বাচন কাঠামোটি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবহে ৪.৩.২০২৫-এর আগে চূড়ান্ত ও অনুমোদিত হয়নি, এমন সমস্ত মুলতুবি নির্বাচন/এলডিসিই / জিডিসিই (গ্রুপ সি-এর মধ্যে) বাতিল হিসাবে গণ্য করা যেতে পারে।' (আরও পড়ুন: লন্ডনে জয়শংকরের ওপর খলিস্তানির হামলা, ছেঁড়া হল ভারতের পতাকা, দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন: বাজেয়াপ্ত টাকার পাহাড়, ১২ কোটির সোনা পাচার করে অভিনেত্রীর পকেটে ঢুকত কত?
আরও পড়ুন: দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে ধর্ষণের অভিযোগ করা যাবে না? যা বলল সুপ্রিম কোর্ট
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোনো বাছাই শুরু করা যাবে না বলেও জানানো হয়েছে রেল বোর্ডের বিজ্ঞপ্তিতে। কর্মী বাছাই নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশাবলী যথাসময়ে জারি করা হবে উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। এদিকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে (আরআরবি) কেন্দ্রীয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সমস্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। (আরও পড়ুন: 'স্বামী ইন্টারেস্ট পাবে কেন?' সিঁদুর-মঙ্গলসূত্র না পরায় মহিলাকে প্রশ্ন বিচারকের)
আরও পড়ুন: গুলিবিদ্ধ অবস্থায় মৃত ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার মার্কিন মুলুকে, ঘনাচ্ছে রহস্য
আরও পড়ুন: আকাশ থেকে বাড়ির চাল ফুঁড়ে পড়ল অস্বাভাবিক ঘন বস্তু, রহস্যভেদে শুরু গবেষণা
এর আগে উত্তরপ্রদেশের মুঘল সরাইয়ে বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতার করে সিবিআই। সেই সময় ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। এই আবহে সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিয়োগ বোর্ডকে। এদিকে মন্ত্রকের সিদ্ধান্তের আগে, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা রেলওয়ে বিভাগ এবং জোনগুলিতে অভ্যন্তরীণভাবে অনুষ্ঠিত হত। ইদানিং এই পরীক্ষাগুলিতে দুর্নীতি এবং অন্যায্য উপায় ব্যবহারের বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গিয়েছে।