কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতীয়দের ক্রিকেট-প্রেম নতুন নয়! ১৪০ কোটির নজরে দেশের জাতীয় দলের ক্রিকেটাররা সুপারস্টার। ক্রিকেটারদের পেশাগত জীবনের বাইরেও তাঁদের অন্দরমহল নিয়েও ফ্যানকূলের কৌতূহলের শেষ নেই। সেই জায়গা থেকে বারবারই লাইমলাইটে আসেন ভারতীয় ক্রিকেট তারকাদের পরিবারের সদস্যরা। কৌতূহল রয়েছে রোহিত শর্মা থেকে বিরাট কোহলিদের পরিবারের ছোট্ট সদস্যদের নিয়েও। দেখে নেওয়া যাক, ভারতের ১১ জন ক্রিকেট সুপারস্টারের সন্তানদের নাম।
১) মহেন্দ্র সিং ধোনির সন্তান জিভা। মহেন্দ্র ও সাক্ষী ধোনির কন্যা জিভার। তথ্য অনুযায়ী এই জিভা শব্দের অর্থ উজ্জ্বল।
২) চ্যাম্পিন্স ট্রফিতে স্পিনের ভেল্কিতে আগুন ঝরানো অক্ষর প্যাটেলের পুত্রসন্তানের নাম হক্ষ। গত বছর ডিসেম্বর মাসেই অক্ষর মেহার ঘর আলো করে হক্ষের জন্ম হয়েছে।
৩) বিরাট কোহলির প্রথম সন্তান মেয়ে বমিকা। বহু তথ্য অনুযায়ী বমিকা শব্দের অর্থ মা দুর্গার এক রূপ। বিরাট ও অনুষ্কার ঘর আলো করে জন্ম নিয়েছে তাঁদের দ্বিতীয় সন্তান। যার নাম আকায়। আকায় শব্দের অর্থ যার ক্ষয় নেই।
( Grass Owl in Bengal: কয়েক দশক পর বাংলার আকাশে অস্ট্রেলেশিয়ান ঘাসপেঁচা! দেখতে কেমন? ক্যামেরাবন্দি মালদার গঙ্গার চরে)
৪) ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার প্রথম সন্তান কন্যা। তার নাম সামাইরা। ‘দ্য হেলথ সাইট’র তথ্য বলছে, এই নামের নামে যাকে ঈশ্বর নিরাপদে রাখেন। রোহিতের ছেলের নাম আহান। রোহিত ও রীতিকার দ্বিতীয় সন্তান আহানের নামের অর্থ হল সূর্যোদয়।