Optical Illusion: অপটিকাল ইলিউশন বেশ মজার খেলা। তবে এটি চোখের পর্যবেক্ষণ ক্ষমতাও পরখ করে। পাশাপাশি এটি মস্তিষ্কের ভাবনাকেও উন্নত করে। অপটিকাল ইলিউশনকে চোখের ধাঁধা বলা যায়। এবার এমনই একটি চোখের ধাঁধা থাকল এই প্রতিবেদনে। উপরের ছবিটিতে দুটো ঘোড়া যেমন রয়েছে, তেমনই রয়েছে একটি নারীর মুখও। কিন্তু কে কোনটি প্রথমে দেখছেন, তার উপর নির্ভর করছে তাঁর মনের ধরন। অপটিক্যাল ইলিউশন একদিকে যেমন চোখের ধাঁধা, তেমনই এটি মন পড়তেও জানে। কে কী দেখছে তার উপর নির্ভর করে তাঁর মানসিকতা। অপটিক্যাল ইলিউশন দিয়ে প্রায়ই তা পরখ করে দেখা হয়। এই পদ্ধতিকে অপটিক্যাল ইলিউশন পার্সোনালিটি টেস্ট বলা হয়।
উপরের ছবির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। ছবিতে একটি নারীর মুখ যেমন রয়েছে তেমনই রয়েছে দুটো ঘোড়া, দুটো পাখি। কিন্তু কে কোনটা প্রথমে দেখছেন, তার উপর নির্ভর করছে তিনি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট।
যদি প্রথমেই নারীর মুখ দেখেন
যিনি প্রথমেই নারীর মুখ দেখছেন, তাঁর এক্সট্রোভার্ট হওয়ার সম্ভাবনা বেশি। রোজ অন্তত একজনের সঙ্গে কথা না বললে তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করেন। মনমরা হয়ে থাকেন। এমন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকতে ভালোবাসেন। পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে যেতেও পছন্দ করেন।আরও পড়ুন - ভুয়ো পাসপোর্ট নিয়ে বিদেশ পালাচ্ছে এদের একজন! বলতে পারবেন কে? সময় ১০ সেকেন্ড
যদি প্রথমেই ঘোড়া ও পাখি দেখেন
যিনি প্রথমেই ঘোড়া ও পাখির মুখ দেখছেন, তাঁর ইনট্রোভার্ট হওয়ার সম্ভাবনা বেশি। বেশিরভাগ সময়ে তিনি একা থাকতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলেও সবার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না। এমনকি সবসময় কথা বলার মতো মনমেজাজও থাকে না। পাশাপাশি কোনও সামাজিক অনুষ্ঠানে গেলে সহজে মেলামেশা করতে তাঁর অসুবিধা হয়।আরও পড়ুন - ছবিটায় ঘাপটি মেরে আছে সিংহ! ১০ সেকেন্ডে খুঁজে পেলে আপনার IQ দুর্দান্ত