সারা ভারত জুড়ে ৩১ অক্টোবর দীপাবলি উৎসব বা কালীপুজো। আর কালীপুজো মানেই ভূত-প্রেত ইত্যাদির আনাগোনা। বারোয়ারি কালীপুজোয় অনেকসময়ই চারপাশে দাঁড়িয়ে থাকে অর্ধনগ্ন দুই নারী। রাক্ষসের মতো রূপ বিশিষ্ট এঁরা খান রক্ত কিংবা মাংস। দেখলে ভয় লাগতে বাধ্য! মা কালীর এই দুই সহচরীর নাম জানেন তো? হ্যাঁ ডাকিনী-যোগিনী। কিন্তু এঁরা কারা?
৬৪ যোগিনী মা কালী থেকে উদ্ভূত। এঁরা মহাবিশ্বের বিভিন্ন দলের উপর শাসন করে।প্রতিটি যোগিনীর আছে অনন্য চরিত্র। বলা যায় তাঁরা ৮টি মাতৃকার সঙ্গে সম্পর্কিত।৬৪ যোগিনীর সবাই আদ্যাশক্তি মা কালির বিভিন্ন রূপ। জানা যায়, এই ৮ দেবী মা দুর্গাকে শুম্ভ-নিশুম্ভ এবং রক্তবীজ রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করেছিলেন। দেবী দুর্গা স্বয়ং এই সকল মাতৃরূপকে রচনা করেছিলেন। এর মধ্যে ৭জন দেবী শক্তিকে ৭জন দেবতার নারীশক্তি বলে মনে করা হয়। এই ৭জন দেবী তাঁদের বাহনকে সঙ্গে নিয়ে এই স্থানে উপস্থিত হন।অষ্টম মাতৃকা হলেন স্বয়ং মা কালী। এই ৮জন দেবীকে সহায়তা করার জন্য প্রত্যেকের কাছে আছে ৮টি করে শক্তি, এইজন্যই এদের সংখ্যা ৬৪ হয়ে যায়।
৬৪ যোগিনীর নাম
বহুরুপা, তারা, নর্মদা, যমুনা, শান্তি/ লক্ষী, বারুনী/ভারুনী, ক্ষেমঙ্করী, আদ্রি, বরাহী, রণভীরা, বানর-মুখী, বৈষ্ণবী, কালরাত্রি, বৈদ্যরূপা, চর্চিকা,বৈতালী/বেতালি, ছিন্নমস্তা, বৃষবাহন,জ্বালা কামিনী, ঘটাভারা/ঘটাবারা, কারাকালী, সরস্বতী, বীরূপা, কৌবেরী/কাবেরী,ভাল্লুকা, নরসিংহী, বির্যা,বিকটাননা, মহালক্ষী, কৌমারী,মহামায়া, রতী/উষা, কর্করী, সর্পসায়া, যক্ষীনী, অঘোরা, রুদ্রকালী,বিনায়িকী,বিন্ধবাসিনী,কুমারী,মহেশ্বরী,অম্বিকা,কামিনী, ঘটাবরী, স্তুতি,কালী,উমা,নারায়ণী,সমুদ্রা,ব্রাহ্মণী, জ্বালামুখী,অগ্নি, অদিতি,চন্দ্রকান্তী,বায়ুবেগা,চামুণ্ডা,মূর্তি,গঙ্গা,ধুমাবতী, সর্বমঙ্গলা, অজিতা, সূর্যপুত্রী,বায়ুবীনা
আরও পড়ুন: (দীপাবলিতেই কেন পূজিত হন দীপান্বিতা লক্ষ্মী? কী বলছে হিন্দু পুরাণ)
আরও পড়ুন: (ভূত চতুর্দশীতে ১৪টি শাকই খেতে হয় কেন? কী বলছে শাস্ত্র)
এঁদের মধ্যে প্রথম ৬ জন সম্পর্কে রইল বিস্তারিত :
১.বহুরুপা- চর্তুভুজা এই দেবী অবস্থান করছেন এক পুরুষ মরদেহের উপর। তাঁর মাথায় রয়েছে এক বিশাল আকৃতির খোঁপা। অলঙ্কার হিসাবে পরেন বাজুবন্ধ,গলাবন্ধ,কর্ন কুন্ডল ইত্যাদি।
২.তারা- এই দেবী দুই বাহু বিশিষ্টা। তিনিও অবস্থান করেন মৃত শরীরের উপর।মাথায় খোঁপা এবং অলঙ্কারে সজ্জিত তিনি।
৩. নর্মদা- দুই বাহু বিশিষ্টা এই দেবীর অবস্থান হাতির উপর।
৪.যমুনা- চার হাতযুক্ত এই দেবী অবস্থান করেন এক বৃহদাকার কচ্ছপ এর উপর।তাঁর হাতে থাকে মানবদেহের খুলি দিয়ে তৈরি পাত্র।
৫. শান্তি/ লক্ষী- এই দেবী বা যোগিনী দুই বাহু বিশিষ্ট। অন্যান্য যোগিনীর মতো ইনিও নিজেকে সাজান অলঙ্কারে।
৬.বারুনী/ভারুনী- এই দেবী ও দুই হাত বিশিষ্টা। তাঁর খোঁপা মাথার বাম দিকে অবস্থান করছে।এই মূর্তির মধ্যে অনেকগুলো জলতরঙ্গ খোদাই করা রয়েছে । তাঁর মস্তক অলংকার দ্বারা সজ্জিত।