সম্প্রতি নাম না করে এক গায়কের পারফরম্যান্সের সমালোচনা করেছেন বিশাল দাদলানি। ‘বেসিক-টু-ব্যাড’ বলে গায়কের সমালোচনা করে বিশাল সমাজমাধ্যমে তাঁর চিন্তাভাবনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অনেকেই জল্পনা করছেন বিশাল জসলিন রয়্যালের কোল্ডপ্লের সঙ্গে গান করা নিয়ে এই মন্তব্য করেছেন।
কোল্ডপ্লের সঙ্গে জসলিনর গানে বিরক্ত! নাম না করে বিশাল বললেন ‘বেসিক-টু-ব্যাড’
মুম্বইতে 'কোল্ডপ্লে'র ক্রিস মার্টিনের সঙ্গে গান গেয়েছিলেন এদেশের গায়িকা গায়িকা জসলিন রয়্যাল। সোমবার মুম্বইয়ের ডি-ওয়ায়াই পাতিল স্টেডিয়ামে ছিল এই কনসার্ট। ঘটনাচক্রে তিনিই প্রথম ভারতীয় গায়িকা যিনি কিনা ব্রিটিশ ব্র্যান্ডের সঙ্গে গান গাইলেন গায়িকা জসলিন। তবে ওইদিন জসলিনের গান মোটেও পছন্দ হয়নি সুরকার বিশাল দাদলানির। তাই কি বললেন, ‘বেসিক টু ব্যাড’!
সম্প্রতি নাম না করে এক গায়িকার পারফরম্যান্সের সমালোচনা করেছেন বিশাল। ‘বেসিক-টু-ব্যাড’ গায়িকার সমালোচনা করে বিশাল সমাজমাধ্যমে তাঁর মতামত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যদিও তিনি কার কথা বলছেন, সেই নাম অবশ্য প্রকাশ্যে আনেননি এই গায়ক। তবে তিনি কার কথা বলছেন, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। তাঁর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রেডডিটে। সেখানে অনেকেই জল্পনা করছেন বিশাল জসলিন রয়্যালের কোল্ডপ্লের সঙ্গে গান করা নিয়ে এই মন্তব্য করেছেন।
বিশাল নিজের পোস্টে লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত, কিন্তু আপনি যখন এত বড় একটা মঞ্চে এত মানুষের সামনে এমন একজন গায়ককে দাঁড় করিয়ে দেন। যাঁর গান নিয়ে ন্যূন্যতম সাধারণ জ্ঞানটুকু নেই। বিশালের কথায় ‘বেসিক-টু-ব্যাড’। আপনি নিশ্চয় উনি ভালো গান সেটা দেখাতেই ওঁকে স্টেজে তুলেছিলেন। ভারতের অনেক ভালো গায়ক-গায়িকা রয়েছেন, তাঁদেরকেও তো তুলে ধরা যেত। আমি অনুষ্ঠানের বেশ কিছু ভিডিয়ো দেখেছি। দেখে আমি সত্যি ভীষণ বিরক্ত এবং অপমানিত। এটা আমার দেশ, দেশের শিল্পী! বিষয়টা জনসাধারণের জন্য অপমানজনক।’
এই পোস্ট প্রকাশ্যে আসতেই রেডডিট ব্যবহারকারীরা অনুমান করছেন যে বিশাল জসলিন রয়্যালের উদ্দেশ্যেই কথাগুলি বলেছেন। এই নিয়ে বিভিন্ন মন্তব্যও উঠে আসে। একজন লেখেন, ‘মনে হচ্ছে তিনি মুম্বইতে কোল্ডপ্লে-এর কনসার্টের সময় জসলিনের কথা বলছেন।’ আর একজন লেখেন, ‘একটু কঠোর ভাবে বলা হয়ে গেল, কিন্তু আমি একমত। আমি জসলিনের ভিডিয়োগুলো দেখেছি, সত্যি কথা বলতে খুবই বিরক্ত লেগেছে।’ আর একজন মন্তব্য করেন, ‘আমি বলতে চাই, শ্রেয়া ভিড়ের মধ্যেই ছিলেন, এবং তিনি পারফর্ম করতে পারতেন, এমনকি সুনিধিও। জসলিনকে খুব নার্ভাস মনে হয়েছিল, ওঁর গলা কাঁপ ছিল এবং এমনকি ভেঙেও যাচ্ছিল।’