বাংলা সিরিয়ালের গল্প বা প্লট নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়ায় কম রঙ্গ রসিকতা হয় না। এই সিরিয়ালগুলোর গুণমুগ্ধ যেমন আছে, তেমনি সেই এক বরের দুটো বউ, শহরের ছেলে গ্রামের মেয়ের গল্প দেখে দেখে ক্লান্ত আরেক দল! বাদ যায় না ট্রোল। এমন অবস্থায় বাংলা সিরিয়ালে কী কী চলে সেটাই রিলে করে দেখাল ২ কন্টেন্ট ক্রিয়েটর।
আরও পড়ুন: গোলকধাঁধায় বন্দি ইশা - ঋত্বিক - অনির্বাণ! শীতের আমেজে কবে আসছে জয়দীপের অপরিচিত?
কী দেখা গেল ভাইরাল ভিডিয়োতে?
গল্পে দেখা যাচ্ছে ঢেঁকি পাড়ার চোখের মণি তথা দুধ বিক্রেতা চম্পা দুধওয়ালিকে। বাংলা সিরিয়ালের নায়িকারা যেমন সবার খেয়াল রাখে এও রাখে। আর শহরের দেমাগে ভরা কাজ পাগল ছেলে হল রণ সান্যাল। দুজন দুজনকে দেখতেই পারে না, যেমনটা হয় আর কি সিরিয়ালে। তারপরেও ঘটনাচক্রে ওদের বিয়ে হয়ে যায়। শহরে আসতে দেখা যায় নায়কের আগে থেকেই বউ বাচ্চা সব আছে। এবার সে কাকে বেছে নেবে? কী হবে গল্পে? এই গল্পের নাম তারা দিয়েছেন ভেজাল দুধে ছানা কেটেছে।
আনপপুলার স্বর্ণ এবং জয় থিংস নামক দুটো চ্যানেলের যৌথ ভাবে পোস্ট করা এই মজার ভিডিয়োটি তারপর নিমেষেই ভাইরাল হয়ে যায়। তাঁরা আরও বিভিন্ন ধরনের ট্রেন্ডিং টপিকে নানা মজার ভিডিয়ো বানান। কিন্তু এই ভিডিয়ো নেটিজেনদের বিশেষ ভাবে মনে ধরেছে। এখনও পর্যন্ত প্রায় ৪ লাখ লাইক পেয়েছে। সঙ্গে অজস্র কমেন্ট তো আছেই।
আরও পড়ুন: 'রামপ্রসাদ' এবার পরিচালক! সব্যসাচীর পরিচালিত 'নিষ্পত্তি' দেখানো হবে কলকাতার চলচ্চিত্র উৎসবে
কে কী বলছেন?
এই ভিডিয়োতে যে কেবল নেটিজেনরাই মন্তব্য করেছেন তাই নয়। যাঁদের হামেশাই ছোট পর্দায় দেখা যায় তাও নায়ক নায়িকার ভূমিকায় সেই ওম সাহানি, স্বস্তিকা ঘোষদেরও মন্তব্য করতে দেখা গিয়েছে। অনুরাগের ছোঁয়ার দীপা অর্থাৎ স্বস্তিকা এদিন লেখেন, 'সেরা! সেরা!' ওম লেখেন, 'লেখক চ্যানেল থেকে ডাক পেল বলে!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সিরিয়ালের নামটা খাসা হয়েছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'হেসে হেসে মরে গেলাম! অস্কার বাঁধা একেবারে!'