ভিকি কৌশল আবার ধরা দিলেন নতুন লুকে!কেটে ফেলেছেন তাঁর বেড়ে ওঠা দাড়ি। জানা গিয়েছে, এই লম্বা দাড়িওয়ালা লুক তিনি তাঁর আসন্ন ছবি'Chaava'-এর জন্য রেখেছিলেন। অভিনেতাকে তাঁর নতুন হেয়ারস্টাইল এবং দাড়িতে স্টাইলিশ দেখাচ্ছিল টা বলাই বাহুল্য।

শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি সেলুন থেকে বের হতে দেখা গেছে ভিকি কে। তাঁর নতুন হেয়ারস্টাইল নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। ভিকিকে আন্ধেরির সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে দেখা গিয়েছে। তিনি আলিম হাকিমের সঙ্গে পোজ দিয়েছেন ছবির জন্য আর পাপারাজ্জিও মুহূর্তটি ক্যামেরাবন্দী করলেন। ভিকির পরনে ছিল একটি ক্যাজুয়াল কালো টি-শার্ট, টাইট ডেনিম জিন্স, স্টাইলিশ সানগ্লাস এবং চামড়ার জুতো। বিনয়ী ভিকি ভক্ত এবং ফটোগ্রাফারদের ভিড় সত্ত্বেও তাঁদের সঙ্গে ছবি তুলতে দ্বিধাবোধ করেননি।
আরও পড়ুন: (মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজ শুভশ্রী, সকাল সকাল কর্তব্য সারলেন ঋতাভরী-সন্দীপ্তা-সুদীপারা)

প্রসঙ্গত কয়েকদিন আগে রেডিটে একটি নতুন ভিডিয়ো প্রকাশিত হয়েছে,যেখানে অভিনেতাকে লন্ডনের রাস্তায় স্বামী,ভিকি কৌশলের সাথে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। রাস্তা পার করার সময় ক্যাটরিনা আচমকাই লক্ষ্য করেন,অজান্তেই তাঁদের ভিডিয়ো রেকর্ড করা হচ্ছে। এরপরই যেন সচেতন হয়ে পড়েন অভিনেত্রী। হাত টান মেরে ভিকিকে থামান এবং রাস্তা পার না করে পিছনে ফিরে যান। নেটিজেনদের ধারণা বেবি বাম্প লুকোতেই এমনটা করেছেন ক্যাটরিনা।
ক্যাটের পরনে ছিল কালো-মোটা পাফার জ্যাকেট। ক্যাটরিনার হাঁটার ধরণ এবং শরীর দেখে মনে হতেই পারে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছেন এই ভিডিয়ো দেখে।একজন লিখেছেন, ‘ক্যামেরাপার্সনকে দেখে ক্যাটরিনা ফিরে গেলেন কেন?অপর একজন বলেছেন,'কী আড়াল করার চেষ্টায় আছেন ক্যাটরিনা? অনেকে অবশ্য ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে লেখেন, ‘একজনের গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া উচিত।’

ক্যাটরিনা ব্রিটিশ নাগরিক, সেখানেই থাকে তাঁর গোটা পরিবার। গত কয়েক মাস ধরেই মুম্বই তে নেই ক্যাটরিনা, আপাতত তাঁর কোনও ছবি আসছে বলেও খবর নেই।অভিনেত্রী কী তাহলে প্রেগনেন্সি লুকতেই আড়াল করেছেন নিজেকে? সেই সন্দেহ উস্কে দেয় এই ভিডিয়ো।