Swastika: প্রবাসে কিশোরীবেলার মতোই সরস্বতী পুজোর আয়োজন স্বস্তিকার, বাসন্তী শাড়ির সঙ্গে পরলেন রান্নার দিদির গয়না! Updated: 06 Feb 2025, 07:18 PM IST Subhasmita Kanji Swastika Mukherjee: সদ্যই সরস্বতী পুজো গেল। বাসন্তী শাড়ি পাঞ্জাবির ভিড় চোখে পড়েছে রাস্তায়। ছিল উপোস করে অঞ্জলি দেওয়ার ঘনঘটা। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে নতুন করে যেন নজর কাড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায়।