Subhashree-Yuvaan: মায়ের কাঁধে ঝুলছে ইউভান! ছেলের দুষ্টুমিতে 'রাজ'পুত্রকে কোন তকমা দিলেন শুভশ্রী?
Updated: 04 Apr 2025, 07:18 AM IST Subhasmita Kanji 04 Apr 2025 subhashree ganguly, yuvaan Yalini, শুভশ্রী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইউভান, ইয়ালিনিSubhashree-Yuvaan: সময় পেলেই যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর সন্তানদের সঙ্গে ভরপুর সময় কাটান সেটা অভিনেত্রীর সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। এদিন তাঁকে তাঁর ছেলের সঙ্গে ভরপুর দুষ্টুমি মজা করতে দেখা গেল। শুধু তাই নয়, অভিনেত্রী তাকে ভালোবেসে দিলেন একটি মিষ্টি নামও।
পরবর্তী ফটো গ্যালারি