আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে কিলবিল সোসাইটি। হেমলক সোসাইটির মুক্তির ১৩ বছর পর আসছে সেই ছবির সিক্যুয়েল। কিন্তু কিছুদিন আগে যখন পরমব্রত কৌশানি অভিনীত এই ছবির ট্রেলার রিলিজ হয় তখনই জল্পনা শুরু হয় এই ছবি নাকি অ্যাঞ্জেলিনা জোলির জীবনের উপর নির্মিত। সেটা কি সত্যি? কী জানালেন সৃজিত?
আরও পড়ুন: 'দাদাভাই আমার দাদাভাই' বলে ডাক! বিশেষভাবে সক্ষম ভক্তকে জড়িয়ে স্নেহ শিলাজিতের, কী কী উপহার পেলেন?
কী ঘটেছে?
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিলবিল সোসাইটি ছবি নিয়ে যে চর্চা চলছে যে এটি নাকি অ্যাঞ্জেলিনা জোলির জীবনের উপর নির্মিত সেই বিষয়ে কথা বললেন খোদ পরিচালক। জানালেন এই জল্পনা একেবারেই সত্যিই। তাঁরা অ্যাঞ্জেলিনা জোলির জীবনের সেই অধ্যায়ের কথা মাথায় রেখেই, সেটার অনুপ্রেরণায় এই গল্প লিখেছেন।
এই বিষয়ে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'আপনারা যদি হেমলক সোসাইটির সেই শেষ দৃশ্যের কথা মনে করেন তাহলে দেখবেন সেখানে দেখা যাচ্ছে আনন্দ করের চরিত্রটি তাঁর হেমলক সোসাইটির জন্য একজন নতুন ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন যিনি জীবন বিমুখ হয়ে আত্মহনন করতে চাইছেন। তাঁকে জীবনমুখী করতে নিয়ে যায়। এই এতগুলো বছরে আমরা তারপর সঠিক প্লটের জন্য অপেক্ষা করেছি। খালি সিক্যুয়েল বানাতে হবে বলেই এই কালজয়ী ছবির সিক্যুয়েল বানাতে চাইনি।'
তিনি এদিন আরও বলেন, 'আমরা জন্য সঠিক প্লটের অপেক্ষা করছি তখন একদিন টুইটারে অ্যাঞ্জেলিনা জোলির বাস্তব জীবনে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে জানতে পারি যেখানে মাত্র ১৯ বছর বয়সে তিনি একজন ভাড়াটে খুনিকে নিয়োগ করেন নিজেকেই হত্যা করার জন্য। তিনি চেয়েছিলেন সেটাকে যেন গুলি করে খুন করার মতো দেখতে লাগে। যদিও তাঁর সেই ভাড়া করা খুনি তাঁকে বিষয়টা নিয়ে আবারও ভাবতে বলেন। আর বাকিটা তো সবার জানা। তিনি তাঁর ভাবনা বদলান।'
আরও পড়ুন: উপহার দিয়েছেন একাধিক দেশাত্মবোধক সিনেমা, দেখুন তো কথাকলির পোশাকে অভিনেতাকে চিনতে পারছেন?
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনা এসভিএফের। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। কিলবিল সোসাইটি ছবিটি আগামী ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে।