কদিন ধরেই বেশ বৃষ্টি। আর যার ফলে গরমের মাঝেও যেন বেশ একটু শান্তি। আর সেই শান্তির মজা উপভোগ করতেই, বৃষ্টি ভিজে নাচলেন টেলিপাড়ার জনপ্রিয় মুখ শ্রীময়ী চট্টোরাজ। একটা সাদা পোশাকে, নাচতে দেখা গেল শ্রীময়ীকে। তবে দেখা গেল, ফেসবুকে অনেকেই কুৎসিত কটাক্ষ করলেন অভিনেত্রীকে।
দেখা গেল সাদা রঙের মিডি পোশাক শ্রীময়ীর গায়ে। যাতে বুকের কাছটায় ফ্লোরাল এমব্রয়ডারি। ভিজে যাওয়ায় গায়ে লেপটে গিয়েছে পোশাক। গা দেখা যাচ্ছে। খোলা চুল দিয়ে টপটপ করে ঝরে পড়থে জল।
তবে দেখা গেল, শ্রীময়ীর এই নাচের ভিডিয়ো নিয়ে সমালোচনায় মুখর নেটপাড়া। একজন লিখলেন, ‘দামড়া এটা যদি এমন করে কেমনডা লাগে…’। আরেকজনের মন্তব্য, ‘দিদি বলছি আমার কোলবালিশের কভারটা খুঁজে পাচ্ছিনা এই ঝড় বৃষ্টিতে কি তোমার ছাদে উড়ে পড়েছে? তুমি বোধহয় ভুল করে পড়ে নিয়েছ।’ তৃতীয়জন লেখেন, ‘শরীর দেখা যাচ্ছে। বিচ্ছিরি লাগছে।’
যদিও শ্রীময়ী চট্টোরাজ এখনও ৩০-এর কোটা পেরোননি। বয়স ২৮-এর আশেপাশে। সদ্য মা হলেও, বেশ অনেকখানিওজন ঝরিয়েছেন কাঞ্চন মল্লিকের ৩য় স্ত্রী। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে, আর তারপর মার্চ মাসে সামাজিক বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর সাড়ে ৮ মাসের মাথায়, নভেম্বরে মা হন। জন্ম হয় কৃষভির।
মা হওয়ার পর কাজেও ফিরেছিলেন শ্রীময়ী চট্টোরাজ। টিভিতে সদ্য শুরু হওয়া ধারাবাহিক বুলেট সরোজিনী-তে বেশ ধামাকেদার চরিত্রে কাজ পান। কিন্তু এরপর আচমকাই ধারাবাহিক ছেড়ে দেন। অভিনেত্রীর দবি ছিল, ৪-৫টা বড়বড় ছেলেমেয়ের মা হওয়ার বয়স তাঁর হয়নি।