Sourav-Sana: বরফে মাখামাখি সৌরভ, লন্ডনের শীতে খুব খেললেন মেয়ে সানার বন্ধুদের সঙ্গে, রইল ছবি
Updated: 13 Dec 2022, 05:43 PM IST Tulika Samadder 13 Dec 2022 Sourav Ganguly, Sana Ganguly, সৌরভ গঙ্গোপাধ্যায়, সানা গঙ্গোপাধ্যায়, সৌরভ-সানাইংল্যান্ডের শীত জমিয়ে উপভোগ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একগুচ্ছ ছবি দিলেন ইনস্টাগ্রামে--
মহারাজ ক্যাপশনে লিখলেন, ‘দুর্দান্ত সময়… কাছের মানুষদের সঙ্গে… ভালো মুহূর্ত… কলেজ জীবনের থেকে ভালো কিছু হয় না’। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সানা। মেয়ের সঙ্গে বাইরে আছেন ডোনা নিজেও। বিদেশ বিভুঁইয়ে মেয়েকে একা ছাড়তে মন চায়নি বাবার, তাই ডোনাও এখন সে দেশে, দাদাগিরির মঞ্চেই একথা জানিয়েছিলেন সৌরভ।
পরবর্তী ফটো গ্যালারি