বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা বর্তমানে জড়িয়েছেন একাধিক বিতর্কে। বিশেষ করে তাঁর বিয়ের কারণে। ২০২৪ সালে, মুসলিম জাহির ইকবালকে বিয়ের পর থেকে যেন কটাক্ষ কম হচ্ছে না। সোনাক্ষির বিয়েতে মিসিং ছিলেন তাঁর দুই দাদা, লব ও কুশ। শোনা যায়, জাহির ও সোনাক্ষির সম্পর্ক মেনে নিতে পারেননি বলেই নাকি শুভ দিনে সামিল হননি। এরই মাঝে, লব ও কুশকে নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী। যেখানে তাঁর দাবি, তাঁর দুই দাদা, তাঁকে খুব ‘হিংসে করত’…
সোনাক্ষী জানান যে, তিনি বাড়ির সবচেয়ে ছোট এবং সবচেয়ে আদরের সন্তান ছিলেন। তিনি বেড়ে ওঠার সময় তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা এবং মা পুনম সিনহার কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং স্নেহ পেয়েছেন। আর এগুলো দেখে হিংসে করত, লব ও কুশ। শুধু তাই নয়, মারধরও করত যখন একা থাকত। ‘আমি ছিলাম ঘরের সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় মেয়ে। তাই দাদারা খুব হিংসে করত।’,বলতে শোনা যায় সোনাক্ষীকে। যদিও বর্তমানে দাদাদের সঙ্গে, জাহিরকে নিয়ে চলমান বিতর্কে মুখ খোলেননি তিনি।

প্রসঙ্গত, সোনাক্ষি সিনহা এবং জহির ইকবাল ৭ বছর প্রেম করার পর, গত বছর জুন মাসে আইনি মতে বিয়ে করেন। খুব ছোট্ট করে এই বিয়ে হয়েছিল। এবং রাতে রাখা হয়েছিল একটি পার্টি। মেয়ের বিয়েতে পুনম ও শত্রুঘ্নকে দেখা গেলেও, ছিলেন না লব ও কুশ। যা থেকে বিতর্ক উঠেছিল চরমে। শোনা যাচ্ছিল, বোনের ভিন-ধর্মে বিয়ের সিদ্ধান্ত মানতে পারেননি লব ও কুশ।
তবে সোনাক্ষি চুপ থাকলেও, এই নিয়ে কথা বলেছেন শত্রুঘ্ন। তাঁকে ছেলেদের সমর্থনেই বলতে শোনা যায়, ‘আমি আসলে ওদের দোষ দিই না। ওদের প্রতিক্রিয়াটা আসলে সংস্কৃতিগত মতপার্থক্যের কারণে।’ সঙ্গেবর্ষীয়ান অভিনেতা আরও বলেন, ‘আমার বয়স যদি ওদের মতো হত, আমিও এরকমই আচরণ করতাম। আমার বয়স ও অভিজ্ঞতার কারণে আসলে, আমার আচরণ ভিন্ন’।
কাজের ক্ষেত্রে, সোনাক্ষীকে গত বছর সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ হীরামান্ডিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। এই সিরিজে তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়। আপাতত জাহিরের সঙ্গে তাঁর বিবাহিত জীবন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই একাধিক হানিমুন সেরে ফেলেছেন। দেশ-বিদেশের নানা এক্সটিক লোকেশনে একান্তে ছুটি কাটাতে দেখা যাচ্ছে তাঁদের।