শ্রুতি দাসকে বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শকরা রাঙা বউ বলেই চেনেন। তবে সেই ধারাবাহিকের পর বর্তমানে তিনি সিনেমা এবং সিরিজে মন দিয়েছেন। আগামীতে আসছে তাঁর প্রথম ছবি আমার বস। সেই ছবি মুক্তি পাওয়ার আগেই নতুন ছবির কাজের খবর দিলেন শ্রুতি।
শ্রুতি দাসের নতুন কাজ
শ্রুতি দাস এবার ছোট পর্দা এবং সিনেমার পর সিরিজে পা রাখতে চলেছেন। তাঁকে আগামীতে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজে। আর তাঁর এই আসন্ন কাজের নাম ডাইনি। শ্রুতির এই সিরিজে যতটুকু অংশ ছিল তাঁর শ্যুট শেষ হতেই নতুন কাজের খবর অভিনেত্রী নিজেই দিলেন।
এদিন শ্রুতি দাস তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন নতুন কাজের খবর জানিয়ে। সেখানে স্ক্রিপ্টের প্রথম পাতার ছবি দেখা যাচ্ছে যেখানে লেখা, 'শ্রুতির জন্য, অনেক শুভেচ্ছা সহ নির্ঝর মিত্র।' এছাড়াও অভিনেত্রীকে সেট থেকে একাধিক ছবি শেয়ার করতে দেখা যায় এই সিরিজের অন্যান্য কলাকুশলীদের সঙ্গে।
এই ছবিগুলো পোস্ট করে শ্রুতি দাস এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার জন্য ডাইনির শ্যুটিং শেষ হল। সন্দীপ চট্টোপাধ্যায়কে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা করার জন্য। এমন দলের সঙ্গে কাজ করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার।' তাঁর পোস্ট থেকেই জানা যায় এই সিরিজটি এই বছরই মুক্তি পাবে। অনেকেই তাঁর এই নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
শ্রুতি দাসের অন্যান্য কাজ
শ্রুতি দাসকে শেষবার ছোট পর্দায় রাঙা বউ হিসেবে দেখা গিয়েছিল। এরপর তাঁকে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি আমার বস ছবিতে দেখা যাবে। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।