রাঙা বউ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী শ্রুতি দাসকে। মফঃস্বলে বড় হওয়া মেয়েটা নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন টলিউডে। এর মধ্যে বড় পর্দায় তাঁর প্রথম ছবিতেও কাজ করে ফেলেছেন শ্রুতি।
অনেকদিন ধরেই ভক্তরা প্রশ্ন করছেন, কবে আবার ছোট পর্দায় ফিরবেন তিনি? তবে টিভির দর্শকদের করতে হবে একটু অপেক্ষা। কারণ তাঁকে এরপর দেখা যাবে ওয়েব সিরিজে। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। বুধবার সকালে দুটি সেলফি শেয়ার করলেন শ্রুতি। আর ক্যাপশনে লিখলেন, ‘প্রথম ভেঞ্চারের প্যাকআপ।’ সঙ্গে হ্যাশট্যাগে #Hoichoi #newventure #actorslife।
আরও পড়ুন: ‘বাড়িতে হয় দুর্গা পুজো’, কুকিং শো-য় গোরুর মাংস রান্না শিখলেন সুদীপা, চেখেও দেখেন?
রাঙা বউ শেষ হওয়ার পরপরই শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে আমার বস ছবিতে সুযোগ পেয়েছলেন শ্রুতি। এবার হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ 'ডাইনি'-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
শ্রুতি এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘চরিত্রটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। খুব পাওয়ারফুল চরিত্র। দর্শক আমাকে আগে কখনো এভাবে দেখেনি। এক্সপেরিমেন্টাল কাজ করতে আমি সবসময়ই ভালোবাসি।’
আরও পড়ুন: বাবা-মা হতে চলেছেন ‘বিগ বস' জুটি প্রিন্স-যুবিকা, কবে আসছে দম্পতির প্রথম সন্তান?
শ্রুতির শেয়ার করা ছবি দুটি গাড়ির ভিতরে তোলা সেলফি। সাদা পোশাক পরে আছেন দুজনে। যাতে নানা রঙের সুতো দিয়ে ফুলের কাজ। হাতে রঙিন বিডস। চোখেও সাদা ফ্রেমের সানগ্লাস আর কালো কাঁচ। ঠোঁটে ন্যুড লিপস্টিক। এক নেট-নাগরিক প্রশংসা করে লেখেন, ‘গর্জিয়াস’। দ্বিতীয়জনের মন্তব্য, ‘তোমার মুখটা এত মিষ্টি’।
আরও পড়ুন: শত্রুঘ্নর ‘রামায়ণ’-এ মহাভারত! সোনাক্ষীর বিয়েতে না আসা নিয়ে লবের পর মুখ খুলল কুশ
জুন মাসের মাঝামাঝি সময় থেকে ‘ডাইনি’র কাজ শুরু হয়েছিল। যা চলবে গোটা জুন মাসটা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। শোনা গিয়েছে, সিরিজটি পরিচালনা করবেন নির্ঝর মিত্র। এর আগে ‘শিকারপুর’ সিরিজটি পরিচালনা করেছিলেন তিনি।
গল্প নিয়ে জানা যাচ্ছে তা উত্তরবঙ্গের প্রেক্ষাপটে বোনা। সেখানের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মেয়েরা ‘ডাইনি’ অপবাদ শোনে। কাকতালীয়ভাবে সেই মেয়েটি একের পর এক দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে এরপর। ‘ডাইনি’ তকমা দিয়ে তাকে একঘরে করে সমাজ। তারপর? তা দেখা যাবে সিরিজেই। তবে নিসন্দেহে সমাজ সংস্কারের ছাপ রয়েছে।
অন্য দিকে, শ্রুতির প্রথম কাজ ছিল ত্রিনয়নী। তারপর দেশের মাটি ও রাঙা বউ সিরিয়ালে কাজ। আর এবার সিনেমা ও সিরিজে দর্শকদের পছন্দের নায়িকাকে দেখতে পাওয়ার পালা।