শনিবার রাতে ভাইপো নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে দেখা মিলল সলমন খান-সহ একাধিক তারকার। সলমনের বোন অর্পিতা খানের নতুন চালু হওয়া রেস্তোরাঁয় রাখা হয়েছিল এই বার্থ ডে পার্টি। এমনিতেই মৃত্যু হুমকির কারণে নিরাপত্তার ঘেরাটোপে আছেন ভাইজান। তবে তার মাঝেও ব্যক্তিগত সব অনুষ্ঠানেই দেখা যাচ্ছে তাঁকে। এছাড়াও এই পার্টিতে দেখা গেল জ্যাকি শ্রফ, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, আরিয়ান খান, সুহানা খান প্রমুখকে।
সলমন, সুহানা, অগস্ত্য কী পরেছিলেন অনুষ্ঠানে
সলমন পরে এসেছিলেন কালো শার্ট ও নীল ডেনিম। কালো শর্ট ড্রেস ও হিল জুতোয় দেখা গিয়েছে সুহানাকে। ইব্রাহিম বেছে নিয়েছিলেন সাদা টি-শার্ট, জ্যাকেট ও ডেনিম। কালো টি-শার্ট, লেদার জ্যাকেট ও ডেনিমে দেখা গেল অগস্ত্য নন্দাকে। আরিয়ান খানকে তাঁর গাড়িতে করে জন্মদিনের ভেন্যুতে আসতে দেখা যায়।
বহুদিন ধরেই খবর শাহরুখ খানের মেয়ে ডেটিং করছেন বচ্চন নাতি অগস্ত্য নন্দার সঙ্গে। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বড়ই চুপচাপ। এমনকী, পার্টিতে আসেও সাধারণত তাঁরা আলাদা, ফিরে যানও আলাদা গাড়িতে।
নির্বান খান হলেন সলমন খানের ছোট ভাই সোহেল খান এবং তার প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহের বড় ছেলে। দেখুন পার্টির অন্দরের ভিডিয়োগুলি-
একাধিক মৃত্যু হুমকির মাঝে সলমন খান
লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাংয়ের তরফ থেকে বিগত এক বছরে একাধিকবার মৃত্যু হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। এমনকী, এপ্রিল মাসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপর গুলিও চলে। এখানেই শেষ নয়, সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যা করা হয় গুলি করে। তবে এসবের মাঝেই নিরাপত্তায় নিজেকে মুড়ে কাজ করে চলেছেন সলমন। বিগ বসের শ্যুট চলছে। চলতি মাসে ছিলেন দাবাং ট্যুরেও। এছাড়াও কাজ করছেন পরবর্তী অ্যাকশন ফিল্ম সিকন্দর-এ। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এআর মুরুগাদোস পরিচালিত ছবিটি ২০২৫ সালের ইদে মুক্তি পাবে। ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে অভিনেতা রশ্মিকা মন্দনাকে।
'কিক', 'জুড়ওয়া' এবং 'মুঝসে শাদি করোগি'র মতো সফল সিনেমার পর ফের একবারসলমন ও সাজিদ জুটির পুনর্মিলন ঘটছে সিকন্দর সিনেমাতে। এ ছাড়াও 'কিক টু' এবং যশরাজ ফিল্মসের প্রযোজনায় 'টাইগার ভার্সেস পাঠান' পাইপলাইনে রয়েছে সলমন খানের।
সুহানা ও অগস্ত্যর প্রেম-চর্চা
অগস্ত্য নন্দা হলেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি। অর্থাৎ শ্বেতা নন্দা ও নিখিল নন্দার ছেলে। গত বছর জোয়া আখতারের পরিচালনায় 'দ্য আর্চিস' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তাঁরা দুজনেই। ধর্মেন্দ্র ও জয়দীপ আহলাওয়াত অভিনীত 'ইক্কিস' ছবিতে এরপর দেখা যাবে অগস্ত্যকে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালে।
অন্য দিকে, সুহানা খান আপাতত প্রস্তুতি নিচ্ছেন বাবা শাহরুখ খানের সঙ্গে 'কিং' ছবির। এটি পরিচালনা করছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ। অন্য দিকে, শাহরুখ-পুত্র আরিয়ান খান ২০২৫ সালে নেটফ্লিক্সের একটি সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করবেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খান প্রযোজিত এই সিরিজটি ২০২৫ সালে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।