Salman-Rashmika: ৩০ বছরের ছোট! রশ্মিকার 'সেক্সি' লুকে মজে সলমন, সামনে এল রোম্যান্সের ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2025, 07:09 PM ISTসামনে এল 'সিকন্দর' প্রথম গান ‘জোহরা জবী’। কতটা মন কাড়ল সলমন খান এবং রশ্মিকা মান্দান্নার রসায়ন?
সামনে এল 'সিকন্দর' প্রথম গান ‘জোহরা জবী’। কতটা মন কাড়ল সলমন খান এবং রশ্মিকা মান্দান্নার রসায়ন?
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত সপ্তাহে সামনে এসেছে বলিউডের ‘ভাইজান’ সলমন খানের বহুল প্রতীক্ষিত 'সিকন্দর' ছবির টিজার। যেখানে রয়েছে ফাটাফাটি অ্যাকশন সিকোয়েন্স। এক মিনিট ২১ সেকেন্ডের সেই টিজার ভিডিয়োটিতে রশ্মিকা মান্দানাকে একঝলকই দেখা গিয়েছিল। যাকে কিনা ছবিতে সুপারস্টারের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে।
ইদে মুক্তি পেতে চলেছে 'সিকন্দর', সেই ছবিতে সলমন-রশ্মিকার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে আজ ৪ মার্চ, মঙ্গলবার সামনে এল ছবির প্রথম গান 'জোহরা জবী'। এই রোমান্টিক পার্টি ট্র্যাকটি সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম, নাকাশ আজিজ, দেব নেগি এবং মেলো ডি।