ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতা দলের মালিক সইফ আলি খান এবং করিনা কাপুর খান। তাঁদের দলের নাম ‘টাইগার্স অফ কলকাতা'। এই টিমের জন্য এক প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন সইফিনা। সেখানেই এক সাংবাদিক করিনাকে প্রশ্ন করেন, যদি সে ক্রিকেট খেলতে পারত!
সাংবাদিকের মুখে এই প্রশ্ন শুনে নরম সুরে সইফ জানান, ‘অবশ্যই, ও একজন পতৌদি’। মুখে হাসি নিয়ে করিনা জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে তিনি মোটেই ভালো নন। তবে বসে খেলা দেখতে পছন্দ করেন। তাই খেলায় হাত পাকাতে চান তিনি। আরও পড়ুন: ‘বাবাকে সেটে দেখেই…’, ওয়েব সিরিজে শাহরুখকে নির্দেশনা প্রসঙ্গে মুখ খুললেন আরিয়ান
করিনা জানিয়েছেন, ‘না, তবে আমি চেষ্টা করছি। আমি ভালো খেলোয়াড় নই। বল মারতে পারিনা। কিন্তু খেলার আর দেখার মজাই আলাদা। তাই আমি নজর রাখি। আমি দর্শক। সইফ খেলোয়াড়’।
ম্যাচের ইভেন্টে টিমের জার্সি পরে দেখা মেলে দুই তারকার। সদ্য জামনগর থেকে ফিরেছেন বলিউজ সেলেবরা। এরপরই ক্রিকেটের মাঠে দেখা গেল অভিনয় আর ক্রিকেট জগতের তারকা ব্যক্তিত্বদের একসঙ্গে। মুম্বইতে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) উদ্বোধনী দিনে রামচরণ, অক্ষয় কুমার, সুরিয়া এবং বোমান ইরানি একফ্রেমে ধরা দেন। তারকারা চার্টবাস্টার গান 'নাটু নাটু'-তে নেচেছেন। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন।